প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
পরীমণি বিস্ময় প্রকাশ করে আরো জানান, ‘জন্মদিনের এত দিন পর হঠাৎ আজ এই বিষয়টি কেন তুলে আনলেন ওই দুই আইনজীবী? এত দিন তারা কোথায় ছিলেন?’
এদিকে চিত্রনায়িকা পরীমণিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ‘অশ্লীল’ ছবি ও ভিডিও সরাতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে এসব বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুসারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করার কথা নোটিশে উল্লেখ করা হয়েছে।
২৭ ডিসেম্বর, সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এবং ঢাকা জজ কোর্টের আইনজীবী ইসমাতুল্লাহ লাকী তালুকদার রেজিস্ট্রি ডাকযোগে পরীমণির বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফডিসি) ঠিকানায় নোটিশটি পাঠিয়েছেন।
তবে, ভারতীয় বাংলা সংবাদমাধ্যম জি২৪ঘণ্টা কে পরীমণি কোনো নোটিশ পাননি বলে জানিয়েছেন।
সংবাদমাধ্যমটিকে পরীমণি জানান, ‘আমি কোনো আইনি নোটিশ পাইনি। ব্যাপারটা কী অদ্ভুত না! সব সাংবাদিকেরা পেল আর যাকে নোটিশ পাঠানোর কথা সেই কোনো নোটিশ পেল না। খুবই মজার। আমার ফেসবুক তো সকলের কাছে খোলা।
একটু দেখে নিন আর তারপর বলুন আমার পেজে ঠিক কোন ভিডিওটা অশ্লীল। আমার পেজে এমন কোনো ছবি-ভিডিও নেই যেটা সরাতে হবে। যদি সরাতেই হয় তাহলে আমাকে অপমান করে যারা ভিডিও বানিয়েছে তাদের সরাতে হবে। ফেসবুক সম্পর্কে আগে তো জানতে হবে তাদের।’
ফেসবুকে তার পোস্ট করা জন্মদিনের ‘অশ্লীল’ ভিডিওর কথা বলা হয়েছে নোটিশে। সে বিষয়ে পরীমণি জানান, ‘জনসমক্ষে আমি অনাথ আশ্রমের বাচ্চাদের সঙ্গে জন্মদিন কাটিয়েছি। ব্যক্তিগতভাবে আমি কী করব, সেটা ওই উকিলদের মাথাব্যথার কারণ হতে পারে না। এখন কথা হচ্ছে যে ভিডিওর কথা তারা বলতে চায় সেগুলো কারা শুট করেছে আর কারা প্রকাশ করেছে? যারা প্রকাশ করেছে তাদের আইনি নোটিশ পাঠানো হোক। আমার অনুমতি ছাড়া কেন আমার ভিডিও প্রকাশ করেছেন তারা।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।