যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
একের পর এক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশীদেরকে হত্যা করছে সন্ত্রাসীরা। এদিকে আফ্রিকার মোজাম্বিকে মিজানুর রহমান মিজান (২৪) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। রোববার বাংলাদেশ সময় বিকাল ৫ টায় মোজাম্বিকের নেমপুলা সালাওতের নিজের বাসায় তাকে হত্যা করা হয়।
নিহত মিজানুর রহমান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের নুরুচ্ছফার ছেলে বলে জানা গেছে।
নিহতের বড় ভাই নিজাম উদ্দিন জানান, মিজান গত ২০১৫ সাল থেকে আফ্রিকায় বসবাস করে আসছিলেন। আফ্রিকায় বসবাসরত দেশী মানুষের বরাত দিয়ে তিনি জানান, একজন ব্যবসায়ীর বেশ কিছু টাকা মালিকের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। তার আগেই স্থানীয় সন্ত্রাসীরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
এদিকে সোমবার বিকালে জানাজা শেষে পূর্ব আফ্রিকার নেমপুলায় তার ভাইয়ের লাশ দাফন করা হয় বলে জানিয়েছেন নিহতের ভাই নাজিম উদ্দিন।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।