Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালিয়াকৈরে শ্বাসরুদ্ধ করে গৃহবধূকে হত্যা

কালিয়াকৈর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২২, ২:৫৯ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে সানো (৩৫) নামে এক গৃহবধুকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে । বুধবার রাতে উপজেলার উত্তর গজারিয়া গ্রামের মোস্তফার বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তার গলা ও গালে আঘাতের চিহ্ন রয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত নিহত সানোর স্বামী মোঃ রফিকুল ইসলামের কোন সন্ধান পাওয়া যায় নাই বলে জানিয়েছে পুলিশ। এমনকি তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে।
জানা যায়, দুই মাস আগে একমাত্র মেয়ে কথা আক্তারকে না জানিয়ে সানো হোসেন তার কথিত স্বামী মোঃ রফিকুল ইসলামের সাথে উপজেলার উত্তর গজারিয়া গ্রামের মোস্তফার বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করে। সে মাঝে মাঝে মোবাইল ফোনে মেয়ে কথার সাথে যোগাযোগ করতো। কর্মজীবনে তারা কি কাজ করতো আশপাশের কেউ তা অবগত নয় বলে প্রতিবেশিরা জানিয়েছে। ঐদিন সন্ধায় পার্শ্ববতি বাসার গৃহবধু মনোয়ারা বেগম ঐ বাসায় গিয়ে দেখে সানো চিৎ হয়ে বিছানায় পড়ে আছে । এসময় মনোয়ারার ডাকে সানো কোন সাড়া না দেওয়ায় সে ডাকচিৎকার শুরু করে। তার ডাক চিৎকারের পার্শ্ববতি বাসার লোকজন এগিয়ে এসে দেখে সে মরে বিছানায় পড়ে আছে। খবর পেয়ে কালিয়াকৈর থানার ওসি(তদন্ত) মোঃ আবুল বাশারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনা¯’ল থেকে তার লাশ উদ্ধার করে। এঘটনায় নিহতের ভার্সিটি পড়–য়া মেয়ে কথা আক্তার ঢাকা উত্তর খান বাসা থেকে কালিয়াকৈর থানায় এসে একটি মামলা দায়ের করেন। নিহতের মেয়ে কথা আক্তার তার মায়ের কতিথ স্বামী মোঃ রফিকুল ইসলামকে চিনে না । এমনকি কোন দিন তাকে দ্যাখেও নাই। তাছাড়া তার বাবার মৃত্যুর পর তার মা দ্বিতীয় বিয়ে করেছে এমন কোন তথ্য তার জানা নেই বলে পুলিশকে জানিয়েছে। কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মোঃ আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে শ্বাসরুধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হ”েছ। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্বাসরোধে হত্যা

১৯ এপ্রিল, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ