Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্নেল (অব.) শওকত আলীর মৃত্যুতে প্রবাসী মন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২০, ৫:২৭ পিএম | আপডেট : ৫:৫৯ পিএম, ১৬ নভেম্বর, ২০২০

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত ও সাবেক ডেপুটি স্পীকার কর্ণেল (অব.) শওকত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
আজ সোমবার এক শোকবার্তায় প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, ‘কর্ণেল (অব.) শওকত আলী মহান মুক্তিযুদ্ধের একজন বীর সেনানী ও অন্যতম সংগঠক ছিলেন। তিনি আজীবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অবিচল ছিলেন। একজন জনপ্রতিনিধি ও জাতীয় সংসদের ডেপুটি স্পীকার হিসেবে তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যাপক অবদান রেখেছেন। এছাড়াও তিনি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিসহ আজীবন গণমানুষের অধিকার আদায়ের লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।’ তিনি আরো বলেন, আগরতলা ষড়যন্ত্র মামলা ও মহান মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা রাখার কারণে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে মরহুম শওকত আলীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মন্ত্রী মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রবাসী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ