Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাটু‌রিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

সাটু‌রিয়া (মা‌নিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২০, ১:৩৭ পিএম

মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপ‌জেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধর্ষণের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় র‌বিবার রাতে নির্যাতিতা কিশোরীর মা বাদী হ‌য়ে সাটু‌রিয়া থানায় মামলা দায়ের করেছে।
‌সোমবার নির্যা‌তিতা প্রতিবন্ধী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য মা‌নিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তার আগে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বরাইদ ইউনিয়নের পা‌তিলাপাড়া এলাকায় এ ধর্ষণের ঘটনাটি ঘটে।
পুলিশ ও ওই কিশোরীর পরিবার জানায়, গত বুধবার সন্ধ্যায় একই এলাকার জয়না‌লের পুত্র জিয়া (১৮) ওই প্রতিবন্ধী কিশোরীকে বা‌ড়ির পা‌শে জঙ্গ‌লে নি‌য়ে ধষণ ক‌রে। পরে ওই কিশোরী ঘটনাটি তার পরিবারকে অবহিত করে। বিষয়‌টি জানাজা‌নি হ‌লে স্থানীয় এক‌টি দালাল চক্র ঘটনা‌টি দামাচাপা দেওয়ার চেষ্ঠা চালায়। প‌রে র‌বিবার রাতে নির্যাতিতা কিশোরীর মা বাদী হ‌য়ে সাটু‌রিয়া থানায় মামলা দায়ের করে।
সাটু‌রিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ম‌তিয়ার রহমান বিষয়‌টি নিশ্চিত করে ব‌লেন, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছে। সোমবার নির্যা‌তিতা প্রতিবন্ধী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য মা‌নিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চল‌ছে।



 

Show all comments
  • Shafaeth Hossain ১৬ নভেম্বর, ২০২০, ২:৩৬ পিএম says : 0
    এসব কুলঙ্গারকে আইনের আওয়ায় এনে শাস্তির ব্যবস্থা করা হওক
    Total Reply(0) Reply
  • Shafaeth Hossain ১৬ নভেম্বর, ২০২০, ২:৩৬ পিএম says : 0
    এসব কুলঙ্গারকে আইনের আওয়ায় এনে শাস্তির ব্যবস্থা করা হওক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ