Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন বছরে আরও বড় বিপদের শঙ্কা

সতর্কবাণী ডব্লিউএফপি’র নির্বাহী পরিচালক ডেভিড বেসলি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

বিদায় নিচ্ছে ২০২০ সাল। কিন্তু নতুন বছরকে স্বাগত জানানোর পরই করোনাভাইরাস গোটা বিশ্বকে চেপে ধরে। এমন অবস্থায় ২০২০ সালে একের পর এক খারাপ ঘটনা ঘটেছে। তবে নতুন বছরও ভাল যাবে না বলে আগেভাগেই সতর্ক করছে নোবেলজয়ী সংগঠন। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) শীর্ষ কর্মকর্তার সতর্কবাণী, ‘২০২০ সালের চেয়েও ২০২১ সাল খারাপ হতে পারে।’
প্রশ্ন হচ্ছে তিনি কেন এমন ভবিষ্যৎবাণী করলেন? ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের নির্বাহী পরিচালক ডেভিড বেসলি সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে এই সতর্কবার্তা জারি করেছেন। তার কথায়, ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে নোবেল শান্তি পুরস্কার প্রদান বিশ্বের সকল রাষ্ট্র ও সরকার প্রধানদের উদ্দেশ্যে নিসন্দেহে এক তাৎপর্যপূর্ণ বার্তা। ২০২১ সালে একাধিক দুর্ভিক্ষের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব। তা ঠেকাতে প্রচুর অর্থের প্রয়োজন রয়েছে। রাষ্ট্র ও সরকার প্রধানদের এটা বুঝতে হবে।’
ওই সাক্ষাৎকারে বেসলি আরও বলেন, ‘সময় থাকতে থাকতে রাষ্ট্র ও সরকার প্রধানদের পরিস্থিতিটা বুঝতে হবে।’ তার আক্ষেপ, গত কয়েক মাস ধরে সংবাদমাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ও করোনাভাইরাসের খবর সর্বাধিক প্রচারিত হয়েছে। অথচ গোটা বিশ্বের খাদ্যের সঙ্গে লড়াইয়ের কথা কেউ বলেনি।
তিনি আরও বলেন, ‘খাদ্যের জন্য এই লড়াইটার কথা বলা খুব জরুরি। ২০২০ সালে দুর্ভিক্ষের কিনারায় দাঁড়িয়েছিল গোটা বিশ্ব। কিন্তু রাষ্ট্র ও সরকার প্রধানাদের মোটা টাকা অনুদান, আর্থিক প্যাকেজ ও ঋণ দেওয়ার প্রবণতার জেরে তা থেকে রেহাই মিলেছে। এখনই উপযুক্ত পদক্ষেপ না করলে ২০২১ সালের এই বিপদ এড়ানো যাবে না।’
নতুন বছরে আরও একদফা লকডাউনের আশঙ্কা করছেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের নির্বাহী পরিচালক ডেভিড বেসলি। তিনি জানিয়েছেন, মহামারির দ্বিতীয় ও তৃতীয় ঢেউ মোকাবিলায় কিছু দেশ লকডাউনের পথে হাঁটতে পারে। এর জেরে অর্থনৈতিক অবস্থার ব্যাপক ক্ষতি হবে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত দেশগুলিতে এর প্রভাব পড়বে। সূত্র : বিজনেস স্ট্যান্ডার্ড।



 

Show all comments
  • বাবুল ১৬ নভেম্বর, ২০২০, ৩:১৮ এএম says : 0
    ২০২১ সালে একাধিক দুর্ভিক্ষের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব। বলেন কি ???????????????????
    Total Reply(0) Reply
  • Maksudul Alam ১৬ নভেম্বর, ২০২০, ৭:৫৬ এএম says : 0
    তাই নাকি?
    Total Reply(0) Reply
  • বিবেক ১৬ নভেম্বর, ২০২০, ৮:০১ এএম says : 0
    এই সব শঙ্কা দিয়ে আর ভয় দেখায়েন না। আল্লাহ আমাদের রক্ষা করবেন ইনশায়াল্লাহ।
    Total Reply(0) Reply
  • জাবের পিনটু ১৬ নভেম্বর, ২০২০, ৮:০২ এএম says : 0
    অতটা ভয়ের কিছু নয়। তবে সতর্ক থাকা ভালো।
    Total Reply(0) Reply
  • তাসফিয়া আসিফা ১৬ নভেম্বর, ২০২০, ৮:০২ এএম says : 0
    মহান আল্লাহ আমাদের রক্ষা করুন। করোনা থেকে হেফাজত করুন।
    Total Reply(0) Reply
  • গাজী ওসমান ১৬ নভেম্বর, ২০২০, ৮:০২ এএম says : 0
    মহান আল্লাহই ভালো জানেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ