Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর্মেনিয়ার প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা রুখে দিল নিরাপত্তা বাহিনী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ১১:৩০ এএম

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে হত্যা চেষ্টা করে সাবেক কর্মকর্তাদের ক্ষমতা দখলের একটি প্রচেষ্টা রুখে দেয়ার দাবি করেছে ন্যাশনাল সিকিউরিটি সার্ভিস (এনএসএস)।
আর্মেনিয়ার জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএস) জানিয়েছে, সাবেক কর্মকর্তাদের ক্ষমতা দখলের ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রধানমন্ত্রী নিকোল পাশিয়ানকে হত্যার চেষ্টা বানচাল করা হয়েছে। আল জাজিরা/আনাদুলু এজেন্সি
গত কয়েকদিন ধরেই দেশে চাপের মধ্যে রয়েছেন নিকোল পাশিয়ান। মঙ্গলবার থেকেই শতশত বিক্ষোভকারী রাজপথে নেমে পাশিয়ানের পদত্যাগের দাবী করছে। নাগারনো-কারাবাখ অঞ্চলে গত ছয় সপ্তাহের বিরতিহীন যুদ্ধের পর আজারবাইজানের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি স্বাক্ষর করে আর্মেনিয়া। এই চুক্তিকে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলছেন আর্মেনিয়রা। এর মধ্যেই পাশিয়ানকে হত্যাচেষ্টা ভণ্ডুলের খবর এলো।
এনএসএস শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় তাদের সাবেক প্রধান আর্থার ভানেতিসিয়ান, রিপাবলিকান পার্টির সংসদীয় অংশের সাবেক প্রধান বাগদাসারাইয়ান ও যুদ্ধ স্বেচ্ছাসেবী অ্যাসট মিনাসিয়ানকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার এক বিবৃতিতে এনএসএস বলেছে, ‘এনএসএসএর সাবেক প্রধান আর্তুর ভানেৎসান, রিপাবলিকান পার্টির সাবেক প্রধান ভাহরাম বাগদাসারান এবং যুদ্ধে স্বেচ্ছাসেবী আসোট মিনাসেয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। এই সন্দেহভাজনরা প্রধানমন্ত্রীকে হত্যা করার পরিকল্পনা করেন এবং তার স্থানে কাকে নিয়োগ দেয়া যায় তার সম্ভাব্য পরিকল্পনা সাজান।’
এর আগে গত সপ্তাহে পাশিয়ান হতাশা ব্যক্ত করে বলেন, নাগারনো-কারাবাখ অঞ্চলে আরেকটি এলাকা হাতছাড়া হওয়ার পূর্বে রাশিয়ার মধ্যস্থতায় হওয়া এই চুক্তি স্বাক্ষর করা ছাড়া তার কাছে আর কোনো দ্বিতীয় বিকল্প ছিলো না। তিনি ব্যক্তিগতভাবে এই পিছু হটার দায় নিলেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। ১৯৯০ সাল থেকেই নাগারনো-কারাবাখ অঞ্চলে নিয়ে দুই প্রতিবেশি দেশের মধ্যে বিরোধ চলছে। আন্তর্জাতিকভাবে এটি আজারবাইজানের বলে স্বীকৃত হলেও এই অঞ্চল আর্মেনিয়ার নৃতাত্ত্বিক গোষ্ঠি দ্বারা নিয়ন্ত্রিত। অঞ্চলটিতে আর্মেনিয়ার সেনাবাহিনী রয়েছে। গত ২৭ সেপ্টেম্বর দুই দেশের মধ্যে নতুন করে অঞ্চলটি নিয়ে যুদ্ধ বেঁধে যায়। এই যুদ্ধ প্রায় ৫ হাজারের মতো প্রাণহানি হয়েছে। নতুন যুদ্ধবিরতি চুক্তির আওতায় এই অঞ্চলে ২ হাজার রাশিয়ার শান্তিরক্ষী বাহিনী অবস্থান করবে। সূত্র : আল জাজিরা, আনাদুলু এজেন্সি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আর্মেনিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ