Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় ঐকমত্যের সরকার গঠনে অঙ্গীকার সু চির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

মিয়ানমারের নির্বাচনে ভূমিধস বিজয়ের পর ঐকমত্যের সরকার গঠনের অঙ্গীকার করেছে অং সান সু চি নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। শুক্রবার ঘোষিত ফলাফলে এককভাবে সরকার গঠনের পর্যাপ্ত আসন জিতলেও জোট সরকার গঠন করতে চায় দলটি। খবর রয়টার্স। সরকার গঠনের জন্য এনএলডির ৩২২ আসন প্রয়োজন পড়লেও গতকালের ফলাফল অনুযায়ী ৩৪৬ আসন পেয়েছে দলটি। প্রধান বিরোধী দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) পেয়েছে ২৪টি আসন। রোববারের নির্বাচনটি অবাধ ও সুষ্ঠু হয়নি বুধবার এ অভিযোগ তুলে নতুন করে নির্বাচনের দাবি করেছে সেনা সমর্থিত দলটি। এনএলডির মুখপাত্র মনিওয়া অং শিন জানান, একক সংখ্যাগরিষ্ঠতায় এটাই প্রমাণিত হয়েছে যে সু চির নেতৃত্বে এখনো জনগণের আস্থা রয়েছে। তবে এর পরও এনএলডি জাতীয় ঐক্যের সরকার গঠন করবে বলে জানিয়েছেন তিনি। এনএলডি বলছে, তারা জাতিগত সংখ্যালঘুদের দলগুলোকে তাদের সঙ্গে কাজ করার আমন্ত্রণ জানাবে। এর আগে ২০১৫ সালের নির্বাচনে অবশ্য এ ধরনের আমন্ত্রণ জানানো হয়নি। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ৩৯টি জাতিগত সংখ্যালঘু দলকে আমন্ত্রণ জানিয়েছে এনএলডি। ২০১৫ সালে অনুষ্ঠিত নির্বাচনেও এ ধরনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল এনএলডি। দীর্ঘদিন টানা সেনা শাসনে থাকার পর প্রথম অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ছিল সেটা। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সু চির

১১ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ