Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারাকান্দার পুত্রবধুকে ধর্ষণ মামলার আসামি শ্বশুর রুহুল আমিন গ্রেফতার

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২০, ৬:১৪ পিএম

 

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তারাকান্দা ইউনিয়নের পিঠাসূতা গ্রামের নিজ প্রতিবন্ধী পুত্রের স্ত্রী (১৯)কে ধর্ষণের অভিযোগে শ্বশুর রুহুল আমিন(৫০)কে শুক্রবার রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করেছে তারাকান্দা থানা পুলিশ।

তারাকান্দা থানা পুলিশের এসআই খন্দকার আল মামুন জানান, অফিসার ইনচার্জ আবুল খায়েরের দিক নির্দেশনায় শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ২.৩০ ঘটিকার সময় তারাকান্দা থানার মামলা নং ৬(১১)-২০ইং এর আওতায় শ্বশুর কর্তৃক পুত্রবধূ ধর্ষন মামলার একমাত্র আসামি রুহুল আমিনকে ঢাকার আশুলিয়া এলাকা হইতে গ্রেপ্তার করেন এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

জানা যায়, উপজেলার পিঠাসুতা গ্রামের ওই গৃহবধূর স্বামী স্থানীয় স’মিলের শ্রমিক এবং তিনি বাক প্রতিবন্ধী। সারাদিন ও গভীর রাত পর্যন্ত কাজে ব্যস্ত থাকার সুযোগে তার পিতা গৃহবধূর শ্বশুর রুহুল আমিন (৫৫) ৫ নভেম্বর রাতে ঘরে ঢুকে নিজ পুত্রবধুকে ধর্ষণ করেন। সোমবার রাতে ধর্ষিতা পুত্রবধু বাদী হয়ে শ্বশুর রুহুল আমিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই ধর্ষক শ্বশুর রুহুল আমিন (৫৫) পলাতক ছিল। অবশেষে সপ্তাহ পেরিয়ে না যাবার পূর্বেই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ শুক্রবার রাতে রহুল আমিনকে ঢাকার আশুলিয়া এলাকা হইতে গ্রেফতার করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ