Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ভর্তির আবেদন শুরু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২০, ৮:৪৫ পিএম

চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে স্প্রিং সেশনে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
এশিয়ার বিভিন্ন অঞ্চলের মেধাবীদের পাশাপাশি সুবিধাবঞ্চিত, আদিবাসী ও উদ্বাস্তু জনগোষ্ঠীর নারীদের জন্যও বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে। বাংলাদেশসহ বিশ্বের ১৯টি দেশ থেকে ১ হাজার ৮০০ জনেরও বেশি নারী শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছেন।
এসএসসি, এইচএসসি, এ লেভেল অথবা আলিম পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ বা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন। এছাড়াও ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীরাও তাদের এসএসসির ফলাফল দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবেদন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ