Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীন-ভারত উত্তেজনায় সতর্ক করল রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২০, ১২:০৩ এএম

ভারত-চীন সীমান্তে যেকোনও ধরনের উত্তেজনা বৃদ্ধি বৈশ্বিক তীব্র অশান্তি এবং অনিশ্চয়তার মাঝে ইউরেশিয়া অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে বলে সতর্ক করে দিয়েছে রাশিয়া। দুই দেশের এই সঙ্কট অন্যান্য পক্ষ তাদের ভ‚-রাজনৈতিক উদ্দেশে অপব্যবহার করতে পারে। বৃহস্পতিবার রাশিয়ার ডেপুটি চিফ অব মিশন রোমান বাবুশকিন এই সতর্কবার্তা দিয়েছেন। এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, এশীয় দুই পরাশক্তির উত্তেজনা ঘিরে স্বাভাবিকভাবেই রাশিয়া উদ্বিগ্ন। আরও বেশি গঠনম‚লক আলোচনায় বসা উভয় দেশের জন্য অত্যন্ত গুরুত্বপ‚র্ণ। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এবং ব্রিকসের সদস্য হওয়ায় উভয় দেশকে আলোচনায় বসার আহবান জানিয়েছেন তিনি। রুশ এই কর্মকর্তা বলেছেন, একটি বহুপাক্ষিক প্ল্যাটফর্মের কাঠামোর ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার কথা সবার আগে আসে। এক্ষেত্রে সম্মিলিত আলোচনা একটি গুরুত্বপ‚র্ণ হাতিয়ার হয়ে উঠতে পারে। গত প্রায় ছয় মাস ধরে ভারত এবং চীন সীমান্তের লাদাখ অঞ্চলে তিক্ত উত্তেজনার মুখোমুখি হয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর সদস্যরা একাধিকবার সংঘাতেও জড়িয়েছে। এতে ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকজন সৈন্য হতাহতও হয়েছেন। বর্তমানে এই সংঘাতপ‚র্ণ অবস্থান থেকে সরে আসতে উভয় পক্ষ কাজ শুরু করেছে। চীন-ভারতের উত্তেজনা ছাড়াও ইউরেশিয়া অঞ্চল গত কয়েকমাস ধরেই অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি রয়েছে। প্রাথমিকভাবে করোনাভাইরাস মহামারির উত্থান এবং বিবাদপ‚র্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চল ঘিরে আর্মেনিয়া এবং আজারবাইজানের সংঘাত এই অস্থিতিশীলতা আরও বৃদ্ধি করেছে। পিটিআই।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ