Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোট জালিয়াতি হয়নি : ব্রাড

জর্জিয়ার ভোট পুনর্গণনা হচ্ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২০, ১২:০৩ এএম

ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন ও রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ব্যবধান খুব কম হওয়ায় ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নিয়েছে জর্জিয়া। অঙ্গরাজ্যের ‘সেক্রেটারি অব স্টেট’ ব্রাড রাফেন্সপারগার বুধবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। জর্জিয়ায় ১৬টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। ব্রাড রাফেন্সপারগার জানিয়েছেন, সেখানে জো বাইডেন প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে মাত্র ১৪ হাজার ভোট বেশি পেয়েছেন। তিনি বলেন, ‘অংকের হিসেবে ভোটের ব্যবধান খুব কম হওয়ায় আমাদের সব ভোট পুনঃগণনা করতে হচ্ছে। সপ্তাহ শেষ হওয়ার আগেই আমরা ভোট পুনঃগণনার কাজ শুরু করতে চাই।’ বলেন তিনি। ব্রাড রাফেন্সপারগার বলেন, ‘ভোট পুনর্গণনার পর যে ফল পাওয়া যাবে আমরা সেটাই সার্টিফাই করবো, সেটাই চ‚ড়ান্ত গণনা হবে। এটা নিরীক্ষণ, পুনর্বিবেচনা এবং এক কথায় সব ভোট পুনঃগণনা।”অন্যান্য রাজ্যের মত জর্জিয়াতেও একই প্রক্রিয়ায় ভোট হয়েছে জানিয়ে রাফেন্সপারগার বলেন, ‘‘কিন্তু অন্যান্য রাজ্যে জয়-পরাজয়ের ব্যবধান এত কম হয়নি। জাতীয় পর্যায়ে এটা কতটা গুরুত্বপ‚র্ণ আমরা সেটা বুঝতে পারছি। আমরা এটা করছি কারণ এটাই আমাদের কাছে সব থেকে সঠিক বলে মনে হয়েছে। আমরা পুরো রাজ্য জুড়েই এই নিরীক্ষা চালাবো।” এদিকে, ভোট গণনায় জর্জিয়া রাজ্যে বড় কোনো জালিয়াতি হয়নি বলে মন্তব্য করেছেন জর্জিয়ার রিপাবলিকান দলীয় সেক্রেটারি অব স্টেট ব্রাড রাফেন্সপারর্গার। এই রাজ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১৪ হাজার ভোটে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। এতে বলা হয়, সিএনএনের সঙ্গে এক সাক্ষাতকার দিয়েছেন ব্রাড রাফেন্সপারর্গার। তিনি বলেছেন, তিনি হাতে হাতে ভোট গণনার নির্দেশ দিয়েছেন। কারণ, দুই প্রার্থীর মধ্যে খুব বেশি প্রতিদ্ব›িদ্বতা হচ্ছিল। তাই তিনি মনে করেন, এখন পর্যন্ত সেখানে সুষ্ঠুভাবে ভোট গণনা করা হয়েছে। বর্তমানে সেখানে মোট ভোট গণনায় জো আইডেন শতকরা ০.৩ ভাগ ভোটে এগিয়ে আছেন। ভোট জালিয়াতির প্রশ্নে ব্রাড রাফেন্সপারর্গার বলেন, আমরা তদন্ত করছি। এখন পর্যন্ত বড় কোনো জালিয়াতি আমরা দেখতে পাইনি। এমন কোনো প্রমাণও পাইনি, যার ওপর ভিত্তি করে জো বাইডেনের এগিয়ে থাকা উল্টো দিতে পারি। তিনি মনে করেন, ২০ শে নভেম্বরের মধ্যে সেখানে হাতে গণনা সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। এই গণনা সম্পন্ন হলে মেশিনের গণনাকে উল্টে দেয়া হবে না বলেই তার বিশ্বাস। তবে তিনি বলেন, আমরা বিশ্বাস করি প্রতিটি ভোট যথাযথভাবে গণনা করা হোক। তবে রিপাবলিকান শিবির নির্বাচনে পরাজয় স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছে। তারা কয়েকটি রাজ্যে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জো বাইডেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ