Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অক্সফোর্ডে ভ্যাকসিনের ৪ কোটি ডোজ তৈরি, অনুমতির অপেক্ষায় সেরাম!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২০, ৫:৪৭ পিএম

অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ৪ কোটি ডোজ তারা তৈরি করে ফেলেছে বলে জানিয়েছে বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারক সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। খুব শিগগিরই তারা নোভাভাক্সের রাইভাল শট তৈরিও শুরু করবে বলে জানিয়েছে। তবে দু’টির জন্য এখন শুধু অনুমতির অপেক্ষা।

এখনও পর্যন্ত কোনও করোনা ভ্যাকসিনই সুরক্ষিত ও কার্যকরী হিসেবে ঘোষিত হয়নি, অনুমোদনও পায়নি। পৃথিবীর নানা দেশে বিজ্ঞানীরা করোনা ভ্যাকসিন তৈরি ও ট্রায়ালের কাজ চালিয়ে যাচ্ছেন। তবে সেরাম ইনস্টিটিউট যে ৪ কোটি করোনা ভ্যাকসিন তৈরি হয়ে গিয়েছে বলে দাবি করেছে, তা গোটা বিশ্বের জন্য নাকি শুধু ভারতের জন্য, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

নোভাভাক্স ভ্যাকসিনের জন্য মার্কিন কোম্পানির থেকে সেরাম প্রচুর পরিমাণ ভ্যাকসিন আনিয়েছে এবং শিগগিরই তা ভায়ালে ভরে ফেলবে বলে জানিয়েছে। ব্রিটেনে বিরাট গবেষণার মধ্যে দিয়ে চলছে নোভাভাক্স ভ্যাকসিনের পরীক্ষার কাজ। গত মাসে তার মার্কিন ট্রায়াল স্থগিত রাখা হয়েছিল। সেরামের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাস্ত্রাজেনেকা ভ্যাকসিনের শেষ পর্যায়ের ট্রায়ালের জন্য ভারত থেকে ১ হাজার ৬০০ জন আবেদনকারীর নাম নথিভুক্ত করা হয়েছে। সেই ট্রায়ালের জন্য অনুমতি পেতে তারা নিয়ন্ত্রকের কাছে আবেদন করবে বলে জানিয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি অ্যাস্ত্রোজেনেকার ভ্যাকসিন ভারতে সবচেয়ে উন্নতমানের মানব ট্রায়াল করা ভ্যাকসিন বলে দাবি করেছে সেরাম। ভারতে যাতে খুব শিগগিরই এটি ব্যবহারের জন্য অনুমোদন পাওয়া যায়, সে জন্য এই কোম্পানি ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ চেষ্টা চালাবে তারা জানিয়েছে। সূত্র: এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ