Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শেরপুরের শ্রীবরদীতে সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামী গ্রেফতার

শেরপুর জেলা সংবাদাতা | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২০, ৩:২৭ পিএম

শ্রীবরদীতে বিশেষ অভিযানে ৩ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ। ১১ নভেম্বর ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের দিক নির্দেশনায় এস.আই আনোয়ার হোসেন, এস.আই সাইফুল ইসলাম, এস আই মোফাখখির উদ্দিন, এস.আই নাজমুল হাসান ও এএসআই জোবায়ের সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো বীরবান্দা গ্রামের মৃত মমির উদ্দিনের ছেলে আলম হোসেন (৪২), ভায়াডাঙ্গা বিলভরট গ্রামের মৃত আবু সাইদের ছেলে আহাম্মদ আলী (৩৮) ও পৌরশহরের সেকদি এলাকার নুর মোহাম্মদের ছেলে আবুল কালাম (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামী আলম হোসেন, আহাম্মদ আলী, আবুল কালাম পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতার অভিযান চালায় শ্রীবরদী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সিআর মামলা নং- ২৮/০৯ ,যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী বাস চালাক আলম হোসেনকে ঢাকার আব্দুল্লাহপুর, সিআর মামলা নং/১২৬/১৪, সাভারের এজেআই গ্রুপ অব কোম্পানির কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কর্মরত আহাম্মদ আলী ও পারিবারিক মামলা নং- ৩৮/১৯ এর তিন মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আসামী আবুল কালামকে গাজীপুরের বোর্ড বাজার এলাকা থেকে গ্রেফতার করে ১১ নভেম্বর রাতে শ্রীবরদী থানায় নিয়ে আসা হয়।

এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, গ্রেফারকৃত আসামীরা দীর্ঘ দিন যাবত ঢাকার বিভিন্ন এলাকায় পলাতক ছিল। পুলিশ অভিযান চালিতে তাদেরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ