Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কাউন্সিলরসহ ২৪ জনকে আসামি করে কুমিল্লায় যুবলীগ নেতা হত্যার ঘটনায় মামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২০, ২:০৩ পিএম

বুধবার যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লা নগরীর সদর দক্ষিণে জিল্লুর রহমান নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

সেই যুবলীগ নেতা হত্যার ঘটনায় ওয়ার্ড কাউন্সিলরসহ ২৪ জনকে আসামি করে কুমিল্লা সদর দক্ষিণ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এতে কুমিল্লায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে খুনিদের গ্রেপ্তারে শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল সকাল সোয়া সাতটার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার ধনপুর ফোনকা ব্রিক ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে।

নিহত জিল্লুর নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের চৌয়ারা চৌধুরী বাড়ির মোখলেছুর রহমান চৌধুরী মাস্টারের ছেলে।নিহত জিল্লুর ২০১৬ সালে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ছেলেকে মাদরাসায় দিয়ে ফেরার পথে মোটরসাইকেলে আসা ১০/১৫ জন লোক তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে চলে যায়। এ সময় তার সঙ্গে থাকা তার স্ত্রী তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর জিল্লুরের মৃত্যু হয়। এ হত্যার ঘটনায় নিহতের ভাই ইমরান হোসেন চৌধুরী বাদী হয়ে গতকাল বুধবার রাতে ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসানসহ ২৪ জনের নাম উল্লেখ করে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ