Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্রিটেনে করোনায় মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২০, ১২:২৮ পিএম

প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের তাণ্ডব অন্যান্য দেশের মতো যুক্তরাজ্যেও ছড়িয়ে পড়েছে। দেশটিতে করোনায় মৃত্যু ছাড়িয়ে গেছে ৫০ হাজার। সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৫০ হাজার ৩৬৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৯৫ জন। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। এর পরেই রয়েছে ব্রাজিল, ভারত এবং মেক্সিকো। আর এ তালিকায় ৫ম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য।
দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, প্রতিটি মৃত্যুই এক একটি ট্রাজেডি। ভ্যাকসিনের আশা থাকা সত্ত্বেও আমরা সঙ্কটের বাইরে নেই।
জানা গেছে, যুক্তরাজ্যে বুধবার নতুন করে আরও ২২ হাজার ৯৫০ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এখন পর্যন্ত ১২ লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সূত্র : বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ