পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
পাকিস্তান মঙ্গলবার সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর প্রতি বিশ্বব্যাপী ইসলামোফোবিয়া ও নব্য-নাজিবাদের উত্থান সম্মিলিতভাবে প্রতিহত করার আহবান জানিয়েছে। এসসিও’র রাষ্ট্রপ্রধানদের ২০তম সম্মেলনে অংশ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আমাদেরকে নব্য-নাজিবাদ ও ইসলামোফোবিয়ার মতো বর্ণবাদী আদর্শসহ সব ধরনের চরমপন্থা ও জনভীতি সৃষ্টির আদর্শের বিরোধিতা করতে হবে। আমরা আন্তঃধর্মীয় বিশ্বাস গড়ে তোলা ও বিভিন্ন সংস্কৃতির মধ্যে মেলবন্ধন সৃষ্টির আহবানজানাই। অনলাইনে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সা¤প্রতিক ইসলাম-বিরোধী মন্তব্য এবং সেদেশে নবী মোহাম্মদ (সা.)-কে নিয়ে অপরাধম‚লক কার্টুন পুনঃপ্রকাশের বিষয়টি তুলে ধরে খান বলেন, বিশেষ করে ধর্মীয় ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে উস্কানি ও ঘৃণা উস্কে দেয়া সারা বিশ্বে নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, আমরা সব ধর্ম ও বিশ্বাসের প্রতি পারস্পরিক সম্মান প্রদর্শনের আহŸান জানাবো এবং আমাদেরকে ভ্রাতৃত্ব ও শান্তির সংস্কৃতির বিস্তার ঘটাতে হবে। শুধু নিজ ধর্মই নয় এর বাইরেও এটা করতে হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর বিশ্বস্ত বাস্তবায়নের আহবান জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতি বিতর্কিত ভূখন্ডগুলোর মর্যাদা একতরফা পরিবর্তনের যেকোন চেষ্টার নিন্দা ও দৃঢ়ভাবে বিরোধিতা করার আহবান জানান। তার এই মন্তব্য ম‚লত ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের মর্যাদা পরিবর্তনের সিদ্ধান্তের প্রতি ইংগিত করে। বিতর্কিত ভূখন্ডের অবৈধ দখলদারিত্বের আওতায় থাকা জনগণের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ পরিচালনাকারীদের নিন্দা জানানো এবং অপরাধীদের জবাবদিহি করারও আহŸান জানান তিনি। আনাদোলু এজেন্সি, এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।