Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯০%-এর বেশি কার্যকর স্পুটনিক ভি ভ্যাকসিন

দাবি রাশিয়ার, ভারতে ১০০ জনের ওপর পরীক্ষা হবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

ফাইজারের পর এবার রাশিয়াও গত সোমবার দাবি করেছে তাদের তৈরি করোনা ভ্যাকসিন ৯০ শতাংশের উপর কার্যকর। মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজার সোমবারই সাংবাদিক সম্মেলন করে জানায়, তৃতীয় ট্রায়ালে তাদের তৈরি করোনা ভ্যাকসিন ৯০ শতাংশেরও বেশি কার্যকর। মার্কিন ওষুধ নির্মাণ সংস্থার এই ঘোষণার অব্যবহিত পরেই রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিনিধি দাবি করেন, করোনা প্রতিরোধী তাদের। স্পুটনিক ভি ভ্যাকসিনও ৯০ শতাংশের বেশি কার্যকর। রাশিয়ার ওই প্রতিনিধি জানান, কোনও ক্লিনিক্যাল ট্রায়ালের উপর নির্ভর করে এই তথ্য দিচ্ছি না। রাশিয়ায় যে সমস্ত নাগরিককে ইতোমধ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে, তাদের রিপোর্টের ভিত্তিতেই এই তথ্য।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ওকসানা দ্রাপকিনা বলেন, ‘করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ায় ইতোমধ্যে গণটিকা কর্মসূচি (সধংং াধপপরহধঃরড়হ ঢ়ৎড়মৎধসসব)-র ব্যবস্থা করা হয়েছিল। স্পুটনিক ভি ভ্যাকসিন যারা নিয়েছিলেন, তারা কেমন আছেন, সে খেয়াল রাখা আমাদের কর্তব্য।’ সেই পর্যবেক্ষণেই আমরা দেখেছি, ‘স্পুটনিক ভি’ ৯০ শতাংশের উপর কার্যকর। ভারত ইতোমধ্যে জানিয়ে দিয়েছে ১০০ জন স্বেচ্ছাসেবীর ওপর রুশ করোনা টিকা স্পুটনিক ভি’র পরীক্ষা হবে। রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড বা আরডিআইএফের সঙ্গে হাত মিলিয়ে স্পুটনিক ভি-র পরীক্ষামূলক প্রয়োগ করবে ডক্টর রেড্ডিস।

ডিজিসিআই সূত্রে খবর, ১০০ জন ভারতীয় স্বেচ্ছাসেবকের ওপর পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হবে এই টিকা। ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিসকে এ ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছে। কবে কখন এই পরীক্ষা হবে, তা চ‚ড়ান্ত করার দায়িত্ব ডক্টর রেড্ডিস ল্যাবরেটরির। জানা গেছে, এই টিকার দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা শুরু করবে তারা। সফল হলে, শুরু হতে পারে তৃতীয় দফার ট্রায়াল।

দ্বিতীয় দফায় যোগ দেবেন ১০০ জন স্বেচ্ছাসেবী, তৃতীয় দফায় পরীক্ষা হতে পারে এক হাজার ৪০০ জনের ওপর। দ্বিতীয় দফার পরীক্ষার নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হলে তবেই তৃতীয় দফার পরীক্ষার অনুমতি দেওয়া হবে। পরীক্ষা রিপোর্ট পরীক্ষা করে বিশেষজ্ঞ কমিটি তৃতীয় দফার পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

গত ১৩ অক্টোবর ডক্টর রেড্ডিস এই রুশ করোনা টিকার দ্বিতীয় ও তৃতীয় দফার পরীক্ষা করতে চেয়ে ডিজিসিআইয়ের কাছে আবেদন করে। তার আগে ৫ অক্টোবরও তারা এ বিষয়ে আবেদন করেছিল। কিন্তু সাবজেক্ট এক্সপার্ট কমিটি আবেদনপত্র খতিয়ে দেখে জানায়, আরও বিশদ তথ্য দিয়ে ফের তাদের আবেদন করতে হবে।

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড, আরডিআইএফের সঙ্গে হাত মিলিয়ে স্পুটনিক ভি-র পরীক্ষামূলক প্রয়োগ করতে চলেছে ডক্টর রেড্ডিস। আরডিআইএফ জানিয়েছে, ডক্টর রেড্ডিসে স্পুটনিকের ১০ কোটি ডোজ তার পাঠাবে বলে ইতিমধ্যে আশ্বস্ত করেছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ