Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টানা ১৩ মৌসুম কোচ ছাঁটাই!

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

মাস তিনেক আগে দুই বছরের নতুন চুক্তি করেছিলেন। তবে সেল্টা ভিগোর ডাগআউটে আর দাঁড়ানো হচ্ছে না অস্কার গার্সিয়ার। দলের বাজে পারফরম্যান্সের দায়ে তাকে প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। এই নিয়ে টানা ১৩ মৌসুমে কোচ ছাঁটাই করল স্প্যানিশ ক্লাবটি। ১৪ বছর আগে কার্লোস মরিনো সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে সেল্টার ১৬ জন আলাদা কোচ বরখাস্ত হলেন। এক বিবৃতিতে গতকাল ৪৭ বছর বয়সী অস্কার ও তার কোচিং স্টাফের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানায় লা লিগার দলটি।
গত বছরের নভেম্বরে সেল্টার দায়িত্ব নিয়েছিলেন বার্সেলোনার সাবেক মিডফিল্ডার অস্কার। তার কোচিংয়ে ১৭তম স্থানে থেকে গত মৌসুম শেষ করে লা লিগায় টিকে থাকে দলটি। তবে চলতি মৌসুমে সময়টা মোটেই ভালো যাচ্ছে না তাদের। লিগের প্রথম নয় ম্যাচে জিতেছে কেবল একটি। সাত পয়েন্ট নিয়ে আছে টেবিলের ১৭তম স্থানে। দলের এমন পারফরম্যান্সে চাকরি হারালেন অস্কার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোচ

৮ সেপ্টেম্বর, ২০২২
৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ