বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুরের শ্রীবরদীতে মৃত্যুদন্ড প্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে শ্রীবরদী থানার পুলিশ। ১০ নভেম্বর সকালে পৌর শহরের পোড়াগড় এলাকা থেকে গ্রেপ্তার ওই দুই আসামী হলেন ঝিনাইগাতী উপজেলার কোনাগাঁও গ্রামের আবু জাফর ওরফে সুরুজ মিয়ার ছেলে আল আমিন (৪০) ও মৃত আব্দুস ছাত্তারের ছেলে দুদু মিয়া (৬০)।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে গ্রেপ্তার আল আমিন ও দুদু মিয়াসহ অন্য আসামিরা ২০০৬ সালের ৮ মে ঝিনাইগাতী উপজেলার কোনাগাঁও গ্রামের নূর ইসলামের ছেলে বিল্লাল হোসেনকে (১৫) নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহত বিল্লালের বাবা নূর ইসলাম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় হত্যা মামলা করেন। পরে ২০১৬ সালে জেলা ও দায়রা জজ আদালত মামলার রায়ে চারজনকে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেন। কিন্তু আল আমিন ও দুদু মিয়া ঘটনার পর থেকে পলাতক ছিলেন। এরপর আদালত থেকে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে তাঁদের গ্রেপ্তার করে।
শ্রীবরদী থানার ওসি মোহাম্মদরুহুলআমিন তালুকদার বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।