Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রায়হান হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে এস আই আকবর

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২০, ২:২২ পিএম

বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিহত রায়হান হত্যার প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে (সাময়িক বরখাস্ত) ৭ (সাত) দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (মঙ্গলবার) দুপুর ১টা ২০ মিনিটে কঠোর পুলিশী পাহারায় পিবিআই তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আওলাদ হোসেন সিলেট চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক আবুল কাশেমের আদালতে হাজির করেন এসআই আকবর হোসেন ভূঁইয়াকে। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন।
শুনানী শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এব্যাপারে পিবিআই পুলিশ পরিদর্শক আওলাদ হোসেন বলেন, ৭ দিনের রিমান্ডের আবেদন করলে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক। রায়হান হত্যার মূল রহস্য উদঘাটনের জন্য আকবরকে জিজ্ঞাসাবাদ করবে পিবিআই। সেই সাথে তার সহযোগীদের সম্পর্কেও তথ্য আদায় করতে চেষ্টা করবে পিবিআই। জানা যায়, সোমবার (১০ নভেম্বর) সকালে কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকে খাসিয়াদের সহযোগীতায় আকবরকে গ্রেফতার করতে সমর্থ হয় জেলা পুলিশ । পরে রাত ৭টার দিকে আকবরকে পিবিআই কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।



 

Show all comments
  • habib ১০ নভেম্বর, ২০২০, ২:৪৭ পিএম says : 0
    OC Prodeep ekhon kuthai...?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রায়হান হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ