বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরী উত্তর কাট্টলীর একটি ছয়তলা ভবনের ফ্ল্যাটে আগুনে দগ্ধ নয়জনের মধ্যে এক মহিলা মারা গেছেন। সোমবার দুপুর ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন পেয়ারা বেগম (৬০) মারা গেছেন বলে জানান চিকিৎসকেরা।
চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এস খালেদ জানান, পেয়ারা বেগমের শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। হাসপাতালে ভর্তির পর তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই তিনি মারা গেছেন।
একই ঘটনায় দগ্ধ আরও আটজন চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
তারা হলেন মিজানুর রহমান (৪২), সাইফুর রহমান (১৯), বিবি সুলতানা (৩৬), মানহা (২), মাহের (৭), রিয়াজ (২২), জাহান (২১) ও সুমাইয়া (১৮)।
দগ্ধ ব্যক্তিদের মধ্যে মিজানুরের শরীরের ৪৮ শতাংশ, সাইফুরের ২২, সুলতানার ২০, মানহার ২০, রিয়াজের ১৮ শতাংশ, সুমাইয়ার ১৫, জাহানের ১২ ও মাহেরের ৫ শতাংশ পুড়ে গেছে। দগ্ধ ব্যক্তিদের মধ্যে পাঁচজনের শ্বাসনালী পুড়ে গেছে। তাদের অবস্থা সংকটাপন্ন।
রোববার রাতে উত্তর কাট্টলীর মরিয়ম ভবনের ছয়তলার ফ্ল্যাটে আগুনের ঘটনা ঘটে। আগুনে একই পরিবারের সাতজনসহ মোট নয়জন দগ্ধ হন।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।