Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

এতার প্রভাবে বন্যা সতর্কতা কিউবায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

মধ্য আমেরিকায় তান্ডব চালিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ হয়ে ফ্লোরিডার দিকে ধাবিত হচ্ছে ক্রান্তীয় ঝড় এতা। এ গতিপথে কিউবাও পড়বে। এ কারণে গতকাল দেশটির আবহাওয়া অধিদপ্তর ম‚ষলধারে বৃষ্টি ও বন্যার সতর্কবার্তা দিয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, ক্যারিবীয় সাগরের উষ্ণ স্রোতধারার ওপর দিয়ে যাওয়ার সময় এতা আবার শক্তি সঞ্চয় করে কিউবার দক্ষিণাঞ্চলীয় উপক‚লে আঘাত হানতে পারে। এ সময় সে অঞ্চলে ব্যাপক ভ‚মিধসের ঘটনা ঘটতে পারে, ঘণ্টায় ৮০-১০০ কিলোমিটার বেগে ঝড়োবাতাস বয়ে যেতে পারে এবং উপক‚লে বন্যা দেখা যেতে পারে। এর মধ্যে বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর আশঙ্কা করছে। কারণ ভারি বৃষ্টিপাতের কারণে কিউবা এরই মধ্যে জলবন্দি হয়ে পড়েছে। এতার প্রভাবে দেশটির মধ্য ও পার্বত্য অঞ্চলেও জলাবদ্ধতা দেখা যেতে পারে। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিউবা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ