Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের লকডাউন বাড়লো মালয়েশিয়ায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ১০:৩৩ এএম

বৈশ্বিক মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি মোকাবিলায় মালয়েশিয়ায় আবারো চার সপ্তাহের জন্য কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (সিএমসিও) বাড়ানো হয়েছে। এর আগে মালয়েশিয়ায় কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ঘোষণা করা হয়েছিল। যা ২৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। আগামী ৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৩য়বারের মতো সিএমসিও বহালের সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সময় শনিবার (৭ নভেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব কোভিড-১৯ এর নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী বলেন ক্লান্তান, পেরলিস ও পাহাং ছাড়া পুরো মালয়েশিয়ায় এমসিও’র আওতাধীন। একইসঙ্গে সেলানগর, কুয়ালালামপুর, পুত্রাজায়া এবং সাবাহ’তে ৯ নভেম্বর শেষ হতে যাওয়া এমসিও ৬ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। জাতীয় নিরাপত্তা পরিষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে করোনা সংক্রমণ আরও বাড়ার আশঙ্কায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ও এ বিষয়ে একমত পোষণ করেছে।
এমসিও’র মধ্যে জনগণকে অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে আগের মতোই পুলিশ রিপোর্ট লাগবে বলে ঘোষণা দেয়া হয়। শ্রমিকদের ক্ষেত্রেও কোম্পানির চিঠি এবং কাজের অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে। একই সঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য এক পরিবারের দুজনকে একসঙ্গে বাইরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।
এমসিও সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য জাতীয় নিরাপত্তা পরিষদের ওয়েবসাইট দেখার জন্য জনগণকে পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে আজও দেশটিতে ১ হাজার ১৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৩৫৭ জন। আর মোট মৃত্যু হয়েছে ২৮২ জনের। সূত্র : আল জাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ