মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভ্যাকসিন সংক্রান্ত যাবতীয় তথ্য সাইবার দস্যুদের হাতে চলে গেছে বলে অভিযোগ জানাল ভারতের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থা লুপিন। এর আগে এমন সাইবার হানার মুখোমুখি পড়তে হয়েছিল ড. রেড্ডিস ল্যাবরেটরিকে। কিন্তু ভ্যাকসিন আসার আগেই ফের এমন হানায় চিন্তায় পড়েছে স্বাস্থ্যমহল। গত শুক্রবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে একাধিক শিল্প আধিকারিক জানিয়েছেন যে, সাইবার আক্রমণগুলি নতুন নয়, যদিও পশ্চিমের দেশগুলিও এমন ঘটনার মুখোমুখি হয়েছে। এ ঘটনার সঙ্গে কেবল ভারত নয়, কোভিড-১৯ মহামারি আক্রান্ত বিশ্ব জুড়েছে বলে জানান হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, বর্তমানে সম্ভাব্য কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহের জন্য এ কোভিড তথ্য বাজারে ছড়িয়ে দেয়া হলে ক্ষতিগ্রস্ত হবে ভারতীয় ওষুধ সংস্থাগুলো। এও জানিয়ে দেয়া হয়েছে, এ জাতীয় আক্রমণ আগামী দিনে আরও হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি ভারতীয় ভ্যাকসিন প্রস্তুতকারীর সংস্থার এক কর্মকর্তা বলেন, গত এক দশকে ভারতীয় ওষুধ সংস্থাগুলি তাদের বেশিরভাগ তথ্য এবং উৎপাদন প্রক্রিয়ার তথ্য ডিজিটাল স্পেসে স্থানান্তরিত করেছে। ডিজিটালাইজেশন হওয়ার পর গত বছরও সাইবার হানার মুখোমুখি হতে হয়েছিল বেশ কিছু সংস্থাকে।
কিছু বিশেষজ্ঞ মনে করছেন, বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা পরিষেবা এবং গবেষণা সংস্থাগুলোর ওপর হামলার থেকে এর কারণটিও স্পষ্ট। যে ভাইরাসটির নিরাময় বা ভ্যাকসিন খুঁজে পাওয়ার জন্য প্রতিযোগিতামূলক দেশগুলোর মধ্যে ভারতও রয়েছে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।
#
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।