Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৪২ দিন পর মাটিতে মিলান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

মিলানের মধুচন্দ্রিমা তাহলে শেষ হলো! সেটিও ঘরের মাঠে ইউরোপিয়ান প্রতিযোগিতায় সবচেয়ে বড় হারের নজির গড়ে। ইউরোপা লিগে গতপরশু লিঁলের কাছে ৩-০ গোলে হেরেছে এসি মিলান। সান সিরোয় ইউরোপিয়ান প্রতিযোগিতায় কখনো এত বড় ব্যবধানে হারেনি ইতালিয়ান ক্লাবটি। এর মধ্য দিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৪ ম্যাচ অপরাজিত থাকার পর হারের মুখ দেখল মিলান। জøাতান ইব্রাহিমোভিচের দুর্দান্ত ফর্মে এগিয়ে যাচ্ছিল মিলান। ৩৯ বছর বয়সী এ সুইডিশ এরই মধ্যে ৭ ম্যাচে ৮ গোল করেছেন। কিন্তু পরশু আর দলকে টানতে পারেননি ইব্রা। ৬২ মিনিটে তাঁকে তুলে নেন মিলান কোচ স্তেফান পিওলি। বরং লিঁলের তুরস্কের অ্যাটাকিং মিডফিল্ডার ইউসুফ ইয়াজিকির একার কাছেই হেরে গেছে মিলান। ৫৮ মিনিটের মধ্যে দুর্দান্ত এক হ্যাটট্রিকে লিঁলেকে জয় এনে দেন তিনি। উয়েফার বড় টুর্নামেন্টে প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে প্রতিপক্ষের মাঠে এর মধ্যেই দুটি হ্যাটট্রিক তুলে নেওয়ার রেকর্ড গড়লেন ২৩ বছর বয়সী ইউসুফ।
প্রথমার্ধের ২১ মিনিটে পেনাল্টি থেকে গোলের পর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল আদায় করে নেন তিনি। গত দুই দশকের মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে মিলানের বিপক্ষে ‘অ্যাওয়ে’ ম্যাচে হ্যাটট্রিক করলেন ইউসুফ। এটির সর্বশেষ নজির ২০০০ সালের অক্টোবরে রিভালদোর। তবে ১৯ মিনিটে মিলানের গোলের প্রথম সুযোগটা তৈরি করেছিলেন ইব্রাই। তার বানানো সুযোগ থেকে শট নিলেও গোল করতে পারেননি থিও হার্নান্দেজ। ইব্রা লিঁলের গোলপোস্ট তাক করে দুটি শটও নিয়েছিলেন। তাতে কাজ হয়নি বলাই বাহুল্য।
ইব্রাকে তুলে নিয়ে পিওলি চমকে দিলেও তার বদলি হিসেবে মাঠে নামানো আন্তে রেবিচ ভালোই খেলেছেন। তার দারুণ এক প্রচেষ্টা রুখে দেন লিঁলে গোলরক্ষক মাইক মাইগানান। ইউরোপা লিগে এ নিয়ে প্রতিপক্ষের মাঠে প্রথমবারের মতো টানা দুই ম্যাচ জিতল ফরাসি ক্লাবটি। ইউরোপিয়ান প্রতিযোগিতায় মিলান ঘরের মাঠে সর্বশেষ ৩ গোল হজম করেছিল ২০১১ সালে বার্সেলোনার বিপক্ষে (৩-২)।
এবার অবশ্য দারুণ ফর্মেই ছিল মিলান। লিগ টেবিলে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। কালকের আগে মিলান সর্বশেষ হেরেছিল গত মার্চে জেনোয়ার বিপক্ষে। অর্থাৎ ২৪২ দিন পর হারের মুখ দেখল মিলান। হারটি মিলানের জন্য বাস্তবতায় নেমে আসার ডাকও। এ জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে এইচ গ্রæপের শীর্ষে উঠল লিঁলে। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে মিলান। অন্য ম্যাচে মোলদেকে ৪-১ গোলে হারিয়েছে আর্সেনাল। সিএফআর ক্লুজকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে এএস রোমা। লুদোগোরটসকে ৩-১ গোলে হারিয়েছে টটেনহ্যাম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউরোপিয়ান

৩ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ