Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশুর জীবন রক্ষায় সাঁতার জরুরি

| প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২০, ১২:০৩ এএম

আজকের শিশু আগামীর উজ্জ্বল নক্ষত্র।কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বাংলাদেশে প্রতিদিন ৩০ জন শিশু পানিতে ডুবে মারা যায়। বছরে প্রায় ১০০০০ জন, যা বিশ্বের সবচেয়ে বেশি। এই হার অসুখ বিসুখের মৃত্যুর চেয়েও বেশি। কিন্তু এ নিয়ে কোনো প্রতিক্রিয়া নিয়ে জনমনে। সচেতনতার বড় অভাব আমাদের। বিশেষ করে, বর্ষ মৌসুমে যখন গ্রাম বাংলার খাল, বিল, নদী-নালা, পুকুর কানায়-কানায় পরিপূর্ণ তখন শিশুরা মেতে উঠে জলকেলিতে। তাদের অধিকাংশই জানে না সাঁতার তখনই ঘটে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা। সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড বাংলাদেশের গবেষকদের মতে, শিশু মৃত্যুর জন্য বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, ভারী বর্ষণ, জলাবদ্ধতা, ঘরের কাছাকাছি নালা-ডোবার পরিমাণ বৃদ্ধি এবং বন্যা ইত্যাদি কারণগুলো চিহ্নিত করেন। এমন পরিস্থিতি মোকাবেলায়, পরিবারগুলোকে সর্তক নজরদারি রাখতে হবে। কমিউনিটি সচেতনতা তৈরি করতে হবে। সাঁতার শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। সারাদেশে সাঁতার শিক্ষার জন্য সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে হবে।
হাচান মাহমুদ শুভ
শিক্ষার্থী, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন