Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে জাসিন্ডা আরডার্নের দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২০, ৫:১৫ পিএম

জাসিন্ডা আরডার্ন নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিয়েছেন। জাসিন্ডার পাশাপাশি এ দিন শপথ নিয়েছেন তার নতুন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও। শুক্রবার নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের গভর্নমেন্ট হাউজে এই শপথ অনুষ্ঠিত হয়। -বিবিসি, সিএনএন

শপথ গ্রহণের আগে জাসিন্ডা আরডার্ন জানান, এবার অবিশ্বাস্যরকম বৈচিত্রময় মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছেন তিনি। জাসিন্ডার নতুন মন্ত্রিসভায় উপ- প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে সমকামী গ্র্যান্ট রবার্টসনকে। ফলে প্রথমবারের মতো সমকামী উপ-প্রধানমন্ত্রী পেলো নিউজিল্যান্ড। এছাড়া নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে মাওরি সম্প্রদায়ের নানাইয়া মাহুতাকে। উল্লেখ্য, মহামারি কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে যুগান্তকারী সাফল্যের পরে নিউজিল্যান্ডের গত মাসের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন জাসিন্ডা আরডার্ন।



 

Show all comments
  • MD Akkas ৬ নভেম্বর, ২০২০, ১০:২০ পিএম says : 0
    জাসিন্ডা তোমার সকল দিক ভালো ছিলো। কিন্তু সমকামিতার সাপোর্ট দিওনা। তা হলে আল্লাহর গজব থেকে নিজেকে বাঁচতে পারবে না।মনে রেখ আল্লাহ্ সকল জিব জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তওবা করে ফিরে আস।মনে রেখ সকল খমতার মালিক আল্লাহ্।
    Total Reply(0) Reply
  • MD Akkas ৬ নভেম্বর, ২০২০, ১০:২১ পিএম says : 0
    জাসিন্ডা তোমার সকল দিক ভালো ছিলো। কিন্তু সমকামিতার সাপোর্ট দিওনা। তা হলে আল্লাহর গজব থেকে নিজেকে বাঁচতে পারবে না।মনে রেখ আল্লাহ্ সকল জিব জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তওবা করে ফিরে আস।মনে রেখ সকল খমতার মালিক আল্লাহ্।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিউজিল্যান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ