Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গীতিকার হিসেবে আহমেদ রিজভীর পঁচিশ বছর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২০, ১২:১৬ এএম

শুভ্রদেবের কন্ঠে ‘এ মন আমার পাথরতো নয়’, হাসানের কন্ঠে ‘আমার আল্লাহ নবীজির নাম’, কুমার বিশ্বজিৎ’র কন্ঠে ‘তুমি যদি বলো পদ্মা মেঘনা’, ডলি সায়ন্তনীর কন্ঠে ‘পৃথিবীর সব সুখ ছাড়তে পারি’, আলম আরা মিনুর কন্ঠে ‘রাজ প্রাসাদের সুখ চাইনা আমি’, ‘মমতাজের কন্ঠে ‘বন্ধু আমার পানের দোকানদার’, ‘খালিদ হাসান মিলুর কন্ঠে ‘সজনী আমিতো তোমায় ভুলিনি’, জুয়েলের কন্ঠে ‘জানি সবকিছু ভুলে থাকা যায়, হৃদয় খানের কন্ঠে ‘চাইনা মেয়ে তুমি অন্য কারো হও’সহ আরো অনেক সঙ্গীতশিল্পীর কন্ঠে অনেক জনপ্রিয় গান রয়েছে যেসব গানের গীতিকার আহমেদ রিজভী। আজ থেকে পঁচিশ বছর আগে শুভ্র দেবের কন্ঠে ‘এ মন আমার পাথরতো নয়’ গানটি দিয়ে গীতিকার হিসেবে আমাদের সঙ্গীতাঙ্গনে তার যাত্রা শুরু হয়েছিল। সেই থেকে আজ পর্যন্ত তিনি গান লিখে যাচ্ছেন। সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা থেকে শুরু করে আজকের প্রজন্মের ইমরান, পড়শী, নোবেলের জন্যও গান লিখেছেন তিনি। একজন সফল গীতিকার হিসেবে তিনি সমাদৃত। সফল এই গীতিকার তার ক্যারিয়ারের রজত জয়ন্তী অতিক্রম করছেন। আহমেদ রিজভী বলেন, ‘ক্যাসেটে অনেক শিল্পীর জন্য গান লিখেছি। সেসব গান আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছে। মুগ্ধতার আকাশে আমি উড়ে বেরিয়েছি। কিন্তু কিছু দু:খতো রয়েই যায়। যেসব দু:খ কিছু পূরণ করা হয়তো সম্ভব, আর কিছু পূরণ করা কখনোই সম্ভব নয়। যেমন আমি কোনদিন অ্যান্ড্রু কিশোর দাদার জন্য গান লিখতে পারিনি। লেখা হয়নি জেমস ভাইয়ের জন্য গান। হয়তো জেমস ভাইয়ের জন্য আগামীতে লেখা হয়েও যেতে পারে। কিন্তু অ্যান্ড্রু দা’র জন্য লিখতে পারিনি, এই দু:খবোধটা রয়ে যাবে। রিজভী বলেন, আমি কখনোই নিজেকে সফল গীতিকার মনে করিনা। কারণ, আমার অনেক আশাই পূরণ হয়নি। তবে শ্রোতা দর্শকের, শিল্পীদের অনেক ভালোবাসা পেয়েছি, এটাই আমার জীবনের অনেক বড় প্রাপ্তি।’ আহমেদ রিজভীর গ্রামের বাড়ি জয়পুরহাট। সিনেমাতেও তিনি ৩০/৪০টি গান লিখেছেন। তবে অ্যালবামের গানেই তিনি সবচেয়ে বেশি শ্রোতাপ্রিয়তা পেয়েছেন। যে কারণে এক সময় তারই লেখা গান নিয়ে পূর্ণ অ্যালবাম হতো। এমন অ্যালবামের সংখ্যা রয়েছে প্রায় দেড় শতাধিক। আহমেদ রিজভীর লেখা গান সবচেয়ে বেশি গেয়েছেন মমতাজ। এই প্রজন্মের ইমরান, নোবেল’সহ আরো বেশ ক’জন শিল্পীর গান রয়েছে প্রকাশের অপেক্ষায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ