Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রদ্ধা কাপুর একজন গীতিকারও

প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অভিনয়ের পাশাপাশি শ্রদ্ধা কাপুর গানও গেয়ে থাকে তার প্রমাণ শুক্রবার মুক্তিপ্রাপ্ত ‘রক অন টু’, এতে তিনি তার ঠোঁট মেলান সবগুলো গানে কণ্ঠ দিয়েছেন। সর্বশেষ জানা গেছে, অভিনেত্রীটি গান লিখেও থাকেন।
শ্রদ্ধা বলেছেন, “গাইবার পাশাপাশি আমি আমার নিজের গানগুলো লিখেও থাকি। এর আগে আমি এ কথা কাউকে বলিনি, তবে আমি বেশ কিছুদিন ধরে গান লিখছি। আমি নিজের জন্য গান লিখে যাচ্ছি।”
তিনি তার অভিনীত ‘এক ভিলেন’ চলচ্চিত্রের ‘গলিয়াঁ’ এবং সা¤প্রতিক ‘রা অন টু’ ফিল্মের ‘উড়যা রে’ গানগুলোতে কণ্ঠ দিয়েছেন। তিনি জানান, অন্য অভিনেত্রীদের জন্য প্লেব্যাক করার ব্যাপারে তিনি এখনো নিশ্চিত নন।
“আমার মনে হয় আমি নিজের জন্য গেয়েই খুশি। তবে কখনো না বলব না,” তিনি বলেন।
ফারহান আখতার পরিচালিত ‘রক অন টু’তে শ্রদ্ধা এক রক গায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। তিনি জানিয়েছেন ফারহানের পরিচালনায় অভিনয় ছিল উপভোগ্য অভিজ্ঞতা। তিনি আরো জানান, তিনি তার প্রিয় পরিচালক।
“আমার প্রিয় ফিল্মের একটি ‘দিল চাহতা হ্যায়’। ‘লক্ষ্য’ও আমার ভালো লেগেছে। সহশিল্পী হিসেবে তিনি খুব সহযোগিতাপরায়ণ। তিনি যখন অভিনেতা তখন ঠিক তাই। সুতরাং সেটিও দেখার মতো তিনি অত্যন্ত প্রতিভাবান,” শ্রদ্ধা বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রদ্ধা কাপুর একজন গীতিকারও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ