Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ফরিদপুরে ঘোষণার তিন দিনের মধ্যেই চাঙ্গা

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ৪:৩৮ পিএম

ফরিদপুরে আসন্ন পৌরসভা নির্বাচন ঘোষণা দেওয়ার সাথে সাথেই নির্বাচনী রাজনৈতিক দল গুলো ও সতন্ত্র প্রার্থীরা চাঙ্গা হয়ে উঠেছে । দফায় দফায় মিটিংয়ে বসছে আঃ লীগ , বিএনপি ও জাকের পার্টির সমর্থিত প্রার্থীরা ।

দীর্ঘ ১ যুগ পরে ফরিদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে জানতে পেরে ফরিদপুরের সাধারন ভোটারদের মধ্যে দেখা গেছে আনন্দ উল্লাস ।

৯ টি ওয়ার্ড থেকে বর্ধিত হয়ে বর্তমানে ফরিদপুরে ওয়ার্ড সংখ্যা এখন ২৭ টি , ভোটারের সংখ্যা প্রায় দেড় লাখ । বর্ধিত ওয়ার্ড গুলোতে জাকের পার্টির ভোটারের সংখ্যা বেশি । প্রতিটি দলেরই ৭/৮ জন করে মেয়র প্রার্থীর সংখ্যা দেখা যাচ্ছে তবে জাকের পার্টি যাদের সমর্থন করবে তারাই মেয়র হিসেবে জয় লাভ করবে বলে জানান জাতীয় পার্টির ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া ।

জাদু মিয়া আরো জানান , ফরিদপুর পৌরসভার প্রায় দেড় লাখ ভোটারদের মধ্যে প্রায় ত্রিশ হাজার ভোটার রয়েছে জাকের পার্টির ।

উল্লেখ্য , আগামী ডিসেম্বর মাসের ১০/১২/২০ ইং তারিখে ফরিদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌরসভা নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ