বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মুরগির খামার সংলগ্ন রাস্তা দিয়ে যাবার অপরাধে টুটুল সরকার নামে এক যুবককে হকিস্টিক দিয়ে পিটিয়ে হাড় ভেঙে দিয়েছে আশিকুল মোল্লা নামে এক মাদক সন্ত্রাসী তার সহযোগীরা। গত ২৭ অক্টোবর পলাশ উপজেলার বারারচর গ্রামে এই ঘটনা ঘটেছে। মারাত্মক আহত অবস্থায় টুটুল বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মৃত্যুর সাথে লড়ছে। মাথায় আঘাতের কারণে তার নাক দিয়ে রক্ত ঝরছে। তার অবস্থা সঙ্কটাপন্ন। গতকাল টুটুলের বড় ভাই পাভেল সরকার বাদী হয়ে সন্ত্রাসী আশিকুল মোল্লা ও ইউসুফ মোল্লাসহ ৩ জনকে আসামি করে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন।
জানা গেছে, একই উপজেলার বারারচর গ্রামের ইউসুফ মোল্লার পুত্র আশিকুল মোল্লা একজন সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক বিক্রি ও মাদক সেবনের অভিযোগ রয়েছে। সে সম্প্রতি গ্রামে একটি মুরগির খামার স্থাপন করে এর আড়ালে মাদক ব্যবসা করে। মাদক ব্যবসার ঘটনা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় সে খামার সংলগ্ন রাস্তা দিয়ে গ্রামের লোকদেরকে চলাচল করতে দেয়না। রাস্তা দিয়ে গেলেই তাকে গালাগাল করে এবং মারধর করে। এ পর্যন্ত সে বহু লোককে পিটিয়ে আহত করেছে। অশালীন গালাগাল করেছে বহু লোককে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।