Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাটহাজারীতে সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ চরমে!

হাটহাজারী সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২০, ৬:০৫ পিএম

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী অংশে সড়কের বিভিন্ন স্থানে খানা-খন্দের কারণে বেহাল দশার সৃষ্টি হয়েছে। সড়কের বেহাল দশার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এ পথে চলাচল করা শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ। যার কারণে এ সড়কের যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারন করেছে।

সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী বাস স্ট্যান্ড থেকে নাজিরহাট পর্যন্ত বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে মেডিকেল গেইট থেকে মিরেরহাট অংশের অবস্থা উল্লেখযোগ্য। বিভিন্ন স্থানে সড়কের কার্পেটিং উঠে গিয়ে ছোট পুকুরের ন্যায় গর্ত সৃষ্টি হওয়ার কারণে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হওয়ায় প্রায় সময় দুর্ঘটনাও ঘটছে। ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে এ সড়কে। যানবাহন চললে গর্তে জমে থাকা ময়লা পানি পথচারীদের গায়ে ছিটকে পড়ছে। আর প্রতিনিয়ত এসব ময়লা পানিতে নষ্ট হচ্ছে মানুষের কাপড়-চোপড়। দীর্ঘদিন ধরে সঠিক উপায়ে সংস্কার না হওয়ায় সড়কে হওযা গর্তে বৃষ্টির পানি জমে ডোবার রূপ নিয়েছে। প্রায় সময় এসব ডোবায় যানবাহন আটকা পড়ে যানজট সৃষ্টি হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। প্রতিদিন স্থানীয় কোমলমতি শিশুসহ পথটারীরা ভোগান্তি পোহালেও সংশ্লিষ্টদের কারো কোনো মাথা ব্যাথাই নেই তাই সড়কটি সংস্কারে এগিয়েও আসছে না যথাযত কর্তৃপক্ষ।

পথচারীরা জানান, সড়কের অসংখ্য ছোট-বড় গর্তের কারণে চলাফেরায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। বাসচালকেরা জানান, প্রতিবছর বৃষ্টিতে মহাসড়কে ছোট- বড় গর্ত হয়। এ অবস্থায় একদিকে যানবাহন ক্ষতির সম্মুখীন হচ্ছে অন্যদিকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুর্ঘটনার আশংকা থাকার পরও হাজার হাজার যাত্রীকে বাধ্য হয়েই চলাচল করতে হচ্ছে এ সড়ক দিয়ে। নিয়মিত ট্যাক্স, খাজনা পরিশোধ করেও পৌরবাসী এ দুর্ভোগের শিকার হবে কেন ! এমন প্রশ্ন ভুক্তভোগীদের।

এ ব্যাপারে হাটহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, যাত্রীদের ভোগান্তি এড়াতে দ্রুতই সড়কের সংস্কার কাজ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাস্তা

২২ অক্টোবর, ২০২২
৩ অক্টোবর, ২০২২
১৫ সেপ্টেম্বর, ২০২২
১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ