গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যানজটের কারণে অনেকে পায়ে হেঁটে গন্তব্যস্থলে যাচ্ছেন।
সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত এ যানজট সৃষ্টি হয়। অপরদিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড থেকে জালকুড়ি পর্যন্ত এ যানজট ছিল দুপুরের পর পর্যন্ত।
পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, সকালের পর থেকে ঢাকার প্রবেশমুখে ডিএমপির চেকপোস্টের কারণে ঢাকার দিকে গাড়ি মাত্র একটি করে আসতে থাকে। ডিএমপি পুলিশের কড়া নজরদারির কারণে ঢাকায় গাড়ি ঢুকতে না পারার কারণে এই যানজটের সৃষ্টি হয়।
নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) মো. কামরুল ইসলাম বলেন, ঢাকামুখী প্রবেশ পথ দিয়ে সীমিত পরিসরে যানবাহন যাওয়ার জন্যই মহাসড়কসহ নারায়ণগঞ্জে যানজটের সৃষ্টি হয়।
যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।