বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গর্ভবতী স্ত্রী ও সন্তান হত্যার দায়ে ২০০৬ সালে আগস্টে রামগাতি থানায় আব্দুল গফুরের বিরুদ্ধে মামলা হয়। ২০০৮ সালে ওই মামলায় রায়ে আদালত তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন। তিনি আপীল করলে উচ্চ আদালতে তার মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকে। পরে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করলেও তা নামঞ্জুর হয়। আইনি প্রক্রিয়া শেষে আদালতের আদেশ অনুযায়ী রোববার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে তার মৃত্যুদণ্ড (ফাঁসি) কার্যকর করা হয়েছে।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মো. আব্দুল গফুর (৪৭) নামে মৃত্যুদণ্ড প্রাপ্ত এক আসামির রায় কার্যকর করা হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে তার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়।
মো. আব্দুল গফুর লক্ষীপুরের রামগতি থানার দক্ষিণ চরলরেঞ্জ এলাকার মৃত সামছুল হক বাঘার ছেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।