Inqilab Logo

বৃহস্পতিবার ১৬ অক্টােবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১, ১২ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বিএনপি নেতা এ্যানী কাশিমপুর কারাগারে

প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার নাসির উদ্দিন জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের কড়া প্রহরায় এ্যানীকে নিয়ে একটি প্রিজন ভ্যান শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২তে পৌঁছায়।
জানা গেছে, গত তিন বছরে সরকারবিরোধী আন্দোলনের মধ্যে নাশকতার বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া নয়টি মামলায় বৃহস্পতিবার ঢাকার হাকিম আদালতে আতœসমর্পণ করেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। আদালতে বিএনপি নেতা জামিনের আবেদন করলে তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এ্যানীর আইনজীবীরা জানান, ২০১৩ সালের ডিসেম্বর থেকে ২০১৫ সালের জানুয়ারীর মধ্যে পুলিশের করা এসব মামলার একটিতে হত্যা এবং বাকিগুলোতে নাশকতা, পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ ও গাড়ি ভাংচুরের অভিযোগ আনা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি নেতা এ্যানী কাশিমপুর কারাগারে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ