পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পাট-১ এর সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম মতিউর রহমান (৫০)। তিনি ঢাকার বংশাল থানার মৃত আলী আজগর আলীর ছেলে এবং মাদক মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন।
কাশিমপুর কারাগার-১ এর ডেপুটি জেলার মুশফিকুর রহমান জানান, মতিউর রহমান রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে কারা হাসপাতাল এবং পরে রাত ২টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, মতিউর রহমান মাদক মামলার ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ১০ মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। গত বছরের ১৮আগস্ট তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে আনা হয়েছিল।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আব্দুস সালাম সরকার জানান, মৃতাবস্থায় মতিউরকে এ হাসপাতালে আনা হয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।