Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রায়হান হত্যা মামলায় দু’দফায় ৮দিনের রিমান্ড শেষে কনেস্টবল হারুনকে আজ কারাগারে পাঠিয়েছেন আদালত

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২০, ৫:০৯ পিএম

বন্দরবাজার ফাঁড়িতে ‘পুলিশী নির্যাতনে’ রায়হান হত্যা মামলায় দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে কনস্টেবল হারুনুর রশিদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (১ নভেম্বর) বিকেল পৌনে ৪টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সিএমএম আদালতে হাজির করে পিবিআই। এসময় শুনানী শেষে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন তাকে। এর আগে গত ২৪ অক্টোবর কনস্টেবল হারুন রশিদকে গ্রেপ্তার করে পিবিআই ৭ দিনের রিমান্ড আবেদন করলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে গত ২৯ অক্টোবর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ফের ৩দিনের রিমান্ডে নেয় পিবিআই। এদিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এএসআই আশেক এলাহীর ৫ দিনের রিমান্ডে রয়েছেন এবং দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে গ্রেপ্তার কনস্টেবল টিটু চন্দ্র দাসকে আগেই কারাগারে পাঠিয়েছে আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রায়হান হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ