Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানবীকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের প্রতিবাদে দৌলতখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দৌলতখান(ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২০, ৫:৪৩ পিএম

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শন করার প্রতিবাদে দৌলতখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজ শেষে দৌলতখান ওলামা ও আইম্মা ঐক্য পরিষদের উদ্যোগে দৌলতখান পৌর শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল করেন সর্বস্তরের তৌহিদী জনতা। মিছিলে দলমত নির্বিশেষে সকল ধর্ম প্রাণ মুসলমান অংশ গ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন মাওলানা মাহাবুবুর রহমান , মাওলানা মিজানুর রহমান, মাওলানা নুরুল্লাহ সাহেব, মাওলানা মুসলেউদ্দিন, মাওলানা নোমান কাশেমী সাহেব, মাওলানা ফয়জুল্লাহসহ প্রমুখ। এসময় বক্তারা বলেন- নবীকে নিয়ে ব্যঙ্গাত্মক ও কটুক্তিমূলক কার্টুন প্রদর্শন করা এটা ইসলাম ধর্মকে ব্যাপকভাবে হেয় করা হয়েছে। কটুক্তিকারীরা সবাই নাস্তিক। তাদের দৃষ্টান্তমূলক বিচার হতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ মিছিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ