Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে ফ্রান্সের বিরুদ্ধে ইত্তেফাকুল উলামার বিক্ষোভ মিছিল

ঈশ্বরগঞ্জ( ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২০, ৪:৪৮ পিএম | আপডেট : ৬:১০ পিএম, ৩০ অক্টোবর, ২০২০

বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুরুচিপূর্ণ বক্তব্য ও ব্যঙ্গচিত্র প্রদর্শন এর প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শুক্রবার বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ শাখার উদ্যোগে ওই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পৌর সদরের মার্কাজ মসজিদ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা ফ্রান্স সরকারের প্রতি তীব্র নিন্দা ও অভিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব, ফ্রান্সের দূতাবাস অপসারণ ও পণ্য বর্জনের আহ‌বান জানিয়েছেন বক্তারা।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জামিয়া গাফুরিয়া (ইসলামপুর) মাদ্রাসার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বুলবুল, ইত্তেফাকুল উলামা ঈশ^রগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মুফতি নাঈমুল ইসলাম, সাধারণ সম্পাদক ও জামিয়া গাফুরিয়া (ইসলামপুর) মাদ্রাসার মোহতামীম মাও. নুরুল আলম, সহ সম্পাদক মাও. হিফজুর রহমান, মাও. উবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতি মুনসুর আহাম্মেদ, মুফতি হামিদী। সমাবেশ শেষে সারা বিশ্বের মুসলমানদের জন্যে দোআ ও মোনাজাত করা হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ মিছিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ