Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঠিয়ায় মহানবী হযরত মুহম্মদ (সা:) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২০, ৪:০৮ পিএম

পুঠিয়ায় ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহম্মদ (সা:) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলা ত্রিমোহনী জামে মসজিদের সামনে এ মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশের আগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি ত্রিমোহনী জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদরের মহাসড়ক প্রদক্ষিণ করে মসজিদ চত্বরের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি আরিফুর রহমান, ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মওলানা খাদেমুল ইসলাম, পুঠিয়া উপজেলা জামে মসজিদের খতিব হাফেজ মওলানা জাহেদুল ইসলাম, শেরপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মওলানা রুহুল আমিন, মাদরাসাতুল ইমদাদিয়ার মহতামিম হাফেজ মওলানা মসিউর রহমান। প্রতিবাদ সমাবেশের পর মানববন্ধনের আয়োজন করা হয়। মানবন্ধন শেষে পুঠিয়া ত্রিমোহনী জামে মসজিদের ইমাম মওলানা আনোয়ারুল ইসলামের মোনাযাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ