পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত মুসলিম কর্মীদের পোশাক নির্দিষ্ট করে দিয়েছিলেন ইনস্টিটিউটের পরিচালক মুহাম্মদ আব্দুর রহিম। গত বুধবার এক বিজ্ঞপ্তিতে পুরুষ কর্মীদের টাকনুর ওপরে ও মহিলাদের হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরার নির্দেশনা দেন তিনি।
গতকাল বৃহস্পতিবার ওই বিজ্ঞপ্তির ব্যাখ্যা চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শারমিন আক্তার জাহানের সই করা একটি চিঠি পাঠানো হয়। বিজ্ঞপ্তিটি কোন বিধি অনুযায়ী এবং কোন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে জারি করা হয়েছে তা স্পষ্ট করতে ও ব্যাখ্যা জানতে চাওয়া হয়। গতকালই জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মুহাম্মদ আব্দুর রহিম গতকালই জানান, সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে আদেশটি ইতোমধ্যেই বাতিল করা হয়েছে এবং দু:খ প্রকাশ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।