Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিবিসির জন্য সঙ্গীত পরিচালনা করবেন আতিফ আফজাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

ভারতীয় কম্পোজার আতিফ আফজাল বিবিসির একটি প্রজেক্টে কাজ করার জন্য নির্বাচিত হয়েছেন। আতিফ জানিয়েছেন এই প্রকল্পে তিনি আসল অস্ট্রেলীয় আদিবাসীদের সঙ্গীত নিয়ে কাজ করার বিরল সুযোগ পাচ্ছেন বলে রোমাঞ্চিত। আতিফ এর আগে মার্কিন অ্যাকশন সিরিজ ‘এনসিআইএস : লস অ্যাঞ্জেলেস’ এবং হরর ফ্যান্টাসি সিরিজ ‘দ্য টোয়াইলাইট জোন : সিজন টু’র জন্য কাজ করেছেন। এছাড়া তিনি জার্মান ফিল্ম ‘গিফ্ট’, দুই হিন্দি ফিল্ম ‘প্রাগ’ এবং ‘মনসুন শুটআউট’, মারাঠি ফিল্ম ‘পুনে ফিফটি টু’র সঙ্গীত পরিচালনা করেছেন। “ যুক্তরাষ্ট্রে ‘দ্য টোয়াইলাইট জোন : সিজন টু’র কাজের পর বিবিসির কাজটির জন্য যোগাযোগ হয়। বিশ্ব সঙ্গীতের কাজে এখন খুব চাহিদা। বিবিসি আর সিবিএসে কাজের সুযোগ আছে। তারা আমার কাজের ধারা সমর্থ করে এবং স্বাধীনতা দিয়েছে,” আতিফ বলেন। চলতি দায়িত্ব সম্পর্কে তিনি বলেন : “এই সিরিজটি বিবিসি ইউকেতে দেখান হবে। এতে আমি লুকাস ফ্রিডম্যানের সঙ্গে কাজ করছি। এবার আমি খাঁটি অস্ট্রেলীয় আদিবাসী সঙ্গীত নিয়ে কাজ করছি,” আতিফ আরও বলেন। আতিফ আফজাল অতুল কুলকার্নি অভিনীত ‘বø্যাক বাড’ এবং অধ্যয়ন সুমন অভিনীত ‘ডিএনএ অফ লাভ’ ফিল। মগুলোরও সঙ্গীত পরিচালনা করেছেন ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিবিসি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ