Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

‘আই লাভ মুহাম্মদ’ লেখা মাস্ক পরে সংসদে কসোভোর এমপির প্রতিবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২০, ৩:২৪ পিএম

ফ্রান্সে ইসলাম ও মহানবী (স.) এর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে বিশ্বজুড়ে প্রতিবাদে নেমেছে মুসিলমরা। এই ঘটনার প্রতিবাদে এবার ‘আই লাভ মুহাম্মদ’ (আমি মুহাম্মদকে ভালোবাসি) লেখা মাস্ক পরে সংসদে উপস্থিত হয়ে প্রতিবাদ করেছেন কসোভোর সাংসদ ইমান রহমানি। গতকাল রবিবার সংসদের একটি সেশনে এমন মাস্ক পরে হাজির হন সেল্ফ ডিটারমিনেশন মুভমেন্ট এর সদস্য ইমান রহমানি। খবর আনাদুলু এজেন্সির
এই মাস্ক পরার দুটি কারণ উল্লেখ করেছেন রহমানি। তিনি বলেন, ‘ফ্রান্সে নিযুক্ত কসোভার রাষ্ট্রদূত ক্যান্ড্রিম গাসি মহানবী মুহাম্মাদ (সা.)-এর ব্যঙ্গচিত্র সম্বলিত একটি অগ্রহণযোগ্য প্রতিবেদন বিতরণ করেছেন। কিন্তু আমাদের প্রতিষ্ঠান তার এ কাজের কোনো প্রতিবাদ করেনি। আমার দ্বিতীয় উদ্দেশ্য হলো, একথার জানান দেওয়া যে আমরা এখন মহানবী (সা.)-এর জন্মের মাস অতিবাহিত করছি।’
এই মাস্ক পরা ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে রহমানি লিখেছেন, ‘শান্ত ও কোমলতার সঙ্গে প্রতিক্রিয়া দেখান। অবমাননা বা উপহাস করবেন না। মুহাম্মদ (স.) মানবজাতির জন্য রহমতের বার্তাবাহক।’
ফ্রান্সে নিযুক্ত কসোভার রাষ্ট্রদূত ক্যান্ড্রিম গাসি অবশ্য পরে তার ফেসবুকে লিখেছেন যে, তার এই পদক্ষেপে কিছু লোক হয়তো আহত হয়েছেন বলে তিনি অত্যন্ত দুঃখিত। তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু জানতেন না।
রহমানি বলেছেন, অবমাননাকর কাজের জন্য গাসিকে রাষ্ট্র ও জনগনের কাছে জবাবদিহিতা করতে হবে। কারণ তার বেতন দেওয়া জনগন তাদের বিশ্বাসে আঘাত হানে এমন কাজ সমর্থন করে না। খবর আনাদুলু এজেন্সির



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ