Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর হাতিয়া মেঘনায় শিশু নিখোঁজ, উদ্ধার-৩

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২০, ১:২৬ পিএম

হাতিয়ায় মেঘনা নদীতে লাফ দিয়ে খেলার সময় জোয়ারে ভেসে হৃদয় হোসেন (১২) এক শিশু নিখোঁজ হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় তার সাথের তিন শিশুকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হৃদয়কে উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা কাজ করছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তমরদ্দি লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ হৃদয় তরদ্দি এলাকার রফিক উল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয়সহ ৪শিশু সকালে তমরদ্দি লঞ্চঘাটের পাশের নদীর পাড়ের উচুঁ জায়গা থেকে নদীতে লাফ দিয়ে খেলছিল। বেলা সাড়ে ১১টার দিকে তারা চারজন পুনঃরায় মেঘনা নদীতে লাফ দেয়। এসময় জোয়ারের কবলে পড়ে তারা ভেসে যাওয়ার সময় চিৎকার করলে স্থানীয়রা তাদের মধ্যে তিনজনকে উদ্ধার করতে পারলেও হৃদয় ভেসে যায়।

হাতিয়া থানার ওসি মো আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো (দুপুর ১২:৫০মিনিট) পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা শিশু হৃদয়কে উদ্ধারের চেষ্টা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ