Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঝিনাইদহে দুই শিশু নিখোঁজ

প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ সদর উপজেলার চোরকোল গ্রামের শিশু লিখন মিয়া (১৪) ও একই উপজেলার উত্তর নারায়ণপুর গ্রামের শিশু পলাশ (৯) হোসেন দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ লিখন চোরকোল গ্রামের লাল চাঁদের ও পলাশ উত্তর নারায়ণপুর ত্রীমহনী গ্রামের আকছেদ মোল্লার ছেলে। নিখোঁজ লিখনের বাবা লাল চাঁদ অভিযোগ করেন, তার ছেলেকে চোরকোল গ্রামের হাসেম আলীর ছেলে সুমন (২৩) ঢাকার কেরানীগঞ্জের একটি কাপড়ের ফ্যাক্টরিতে কাজ দেওয়ার নাম করে গত ৫ অক্টোবর তারিখে নিয়ে যায়। গত ১৫ অক্টোবর সন্ধ্যায় সুমন তার ০১৯৫৯-৩৯৪৫৫২ নাম্বারের মোবাইল থেকে আমাকে জানায় লিখন গাবতলি থেকে ঝিনাইদহের গাড়ি ধরে বাড়ি চলে গেছে। এরপর থেকে লিখন নিখোঁজ রয়েছে। এদিকে ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়ণপুর ত্রীমহনী গ্রামের আকছেদ মোল্লার ছেলে পলাশ দেড় মাসের বেশি সময় ধরে নিখোঁজ রয়েছে। পলাশের বাবা জানান, গত ৪ সেপ্টেম্বর দুপরে ডাকবাংলা বাজারে খেলা করতে আসার পথে হারিয়ে যায়। নিখোঁজ হওয়ার সময় তার পরনে হলুদ রংয়ের ফুল প্যান্ট ও পায়ে হলুদ রংয়ের বার্মিজ স্যান্ডেল ছিল। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, পলাশ নামে এক শিশু হারিয়ে যাওয়ার ব্যাপারে জিডি হয়েছে। অন্য শিশু লিখনের বাবা বুধবার থানায় এসে একটি জিডি দিয়ে গেছে। এখনো এন্ট্রি হয়নি। যাচাই বাছাই করে দেখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝিনাইদহে দুই শিশু নিখোঁজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ