রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
গোপালগঞ্জের কালনা ফেরিঘাটে ট্রলার ডুবে বাঁধন (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সাড়ে ৯টার দিকে কাশিয়ানী উপজেলার কালনা ফেরিঘাটে নোঙ্গরকরা একটি ফেরির সাথে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে। নিখোঁজ বাঁধন যশোর শহরের ইটালী প্রবাসী লিটন হোসেনের ছেলে। লিটনের স্ত্রী মিনা বেগম ছেলে বাঁধন ও মেয়ে অন্তরাকে নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিল। বৃহস্পতিবার সকালে যশোর থেকে বাসে করে কালনা ফেরিঘাটে আসেন ওই গৃহবধূ। পরে তিনি ছেলে মেয়ে নিয়ে ট্রলারে ওঠেন। মধুমতি নদীপাড় হয়ে গোপালগঞ্জের পাড়ে আসলে ঘাটে নোঙ্গর করা ফেরির সাথে সজোরে ধাক্কা লেগে তাদের নৌকাটি উল্টে যায়। মিনা বেগম তার মেয়ে অন্তরাসহ নৌকার সবাই পাড়ে উঠে আসে। কিন্তু ছেলে বাঁধন নিখোঁজ হয়। প্রত্যক্ষদর্শী যশোরের মীরাপাড়ার বাসিন্দা আনোয়ারুল ইসলাম বলেন, কালনা ঘাটের মধুমতি নদীর নড়াইল জেলার লোহাগড়া পাড় থেকে তকদির হোসেনের নৌকায় মিনা বেগম, তার ছেলে বাঁধন, মেয়ে অন্তরাসহ আমরা ১৬ জন পারাপারে জন্য উঠি। নদীপাড় হয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা পাড়ে মাঝির অসাবধানতাবসত নোঙ্গরকরা ফেরির সাথে সজোরে ধাক্কা লেগে নৌকা উল্টে যায়। সবাই পাড়ে উঠতে সক্ষম হলেও বাঁধন নিখোঁজ হয়। কাশিয়ানী থানার ওসি এ.কে.এম আলী নূর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখেঁজ শিশুটির খোঁজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।