প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নায়িকা হিসেবে দীঘির প্রথম সিনেমা ‘টুঙ্গিপাড়া’র মিয়া ভাই। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় দীঘি অভিনয় করেছেন বেগম ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে। এরইমধ্যে সিনেমাটির কাজ শেষ হয়েছে বলে জানান দীঘি। ছোট্ট থেকে বড় হয়ে দীঘি প্রথম সিমোতেই বেগম ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াটাকে অনেক বড় পাওয়া হিসেবেই বিবেচনা করছেন। দীঘি বলেন, ‘শুরুতে চরিত্রটি যথাযথভাবে তুলে ধরতে পারব কিনা এ নিয়ে অনেক ভয় কাজ করেছিল। তবে পরিচালক এবং আমার বাবা সাহস দিয়ে বলেছেন, তুমি পারবে। তাদের উৎসাহ আমাকে সাহস যুগিয়েছে। বাবাও এই সিনেমায় কাজ করেছেন। ফলে তার সহযোগিতা পেয়েছি। বাবা পাশে বসে সংলাপ বুঝিয়ে দেয়াসহ কোন সংলাপ কীভাবে ডেলিভারি দিতে হবে তা বুঝিয়ে দিয়েছেন। পুরো ইউনিটই আমাকে ভীষণ সহযোগিতা করেছে। তাদের সহযোগিতার কারণে এতো বড় একটি চরিত্রে অভিনয় করতে পেরেছি। কেমন হয়েছে সেটা বলতে পারব না, এটা দর্শকের বিবেচনার বা দর্শকের রায়ের অপেক্ষায় থাকতে হবে আমাকে।’ এদিকে দীঘি জানান, আগামী মাসেই নতুন দুটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। একটি দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’। এই সিনেমায় যদিও দীঘির বিপরীতে বাপ্পাী চৌধুরী কাজ শুরু করেছিলেন। তবে তিনি সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। শিঘ্রই দীঘির বিপরীতে নতুন নায়ক চূড়ান্ত করা হবে। এছাড়া আগামী মাসে দীঘি কাজী হায়াৎ’র পরিচালনায় ‘যোগ্য সন্তান’ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। এতে তার বিপরীতে থাকবেন শান্ত। এদিকে আজ দীঘির জন্মদিন। জন্মদিনকে ঘিরে বিশেষ কোন আয়োজন নেই। তবে দীঘি জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন তিনি। ২০০৯ সালে সর্বশেষ দীঘি তার মা চিত্রনায়িকা দোয়েল ও তার বাবা চিত্রনায়ক সুব্রত’র সঙ্গে জন্মদিন উদযাপন করেছিলেন। পরবর্তীতে মায়ের অসুস্থতা এবং মৃত্যুর পর আর কখনোই জন্মদিন পালন করা হয়নি। উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে দীঘি বিজ্ঞাপনে এবং সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেছিলেন। ২০১২ সাল থেকে আর কোন কাজ করেননি তিনি। দীর্ঘ আট বছর পর নায়িকা হয়ে সিনেমায় ফিরেছেন। মায়ের স্বপ্ন পূরণ করতে নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবেই প্রতিষ্ঠিত করার স্বপ্ন তার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।