পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে ইতোমধ্যেই শোক জানিয়েছেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতিসহ বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক ও সমাজিক সংগঠন। তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও গভীর শোক জানিয়েছে নেটিজেনরা।
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তার ভেরিফাইস ফেইসবুক পেইজে লিখেন, ‘চলে গেলেন ব্যারিস্টার রফিক-উল-হক। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, স্যারকে নিয়ে লিখে শেষ করতে পারবো না। তখন আমার বয়স ১৭, ভবিষ্যতে কি করব তেমন কোনো পরিকল্পনা ছিলো না। হঠাৎ ডেকে নিয়ে গেল স্যার.. বলল ল' পড়, তুই পারবি, নিজে গ্যারান্টি হয়ে ভিসা করে দিল, কলেজে ভর্তি করে দিল, নিজের ভাইকে দায়িত্ব দিল লন্ডন নিয়ে যেতে সাথে করে, সেই থেকে আমার শুরু,ফিরে এসে স্যারের সাথেই কাজ শুরু... স্যার না থাকলে আমি হয়তো আজ আমি হতাম না... স্যার আমার অভিভাবক ছিল, আমার বাবার অভিভাবক ছিল.... জীবনের সকল উপার্জন নীরবে দান করে গিয়েছেন.... কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি,একজন বিপদের বন্ধু, জাতির অভিভাবক.... এ ট্রু লিজেন্ড... চিরকাল ঋণী থাকবো, আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক।’
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক হচ্ছেন নঈম নিজাম তার ফেইসবুকে লিখেন, ‘ব্যারিস্টার রফিকুল হকও চলে গেলেন। অন্যরকম উচ্চতার এই ব্যক্তিত্ব সাদাকে সাদা বলতেন। নিরবে কাজ করতেন মানুষের জন্য । গভীর শ্রদ্ধা এই প্রিয় মানুষটির জন্য ।’
সৈয়দ রানা মুস্তফী লিখেন, ‘শোকাহত। একচোখা দলদাসদের ভীড়ে তিনি ছিলেন নিরপেক্ষতার এক উজ্জ্বল উদাহরণ। তাঁর মৃত্যুতে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ তার অন্যতম সেরা এক সন্তানকে হারালো। ব্যারিস্টার রফিক-উল হকের ইন্তেকালে বাংলাদেশের আইন-আদালত অঙ্গনে গভীর শূন্যতার সৃষ্টি হলো। প্রবীন এই দেশপ্রেমিক লিগ্যাল প্রফেশনালের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। পরম করুণাময় আল্লাহ তাঁকে বেহেশত নসীব করুন, আমীন, সুম্মাহ্ আমীন।’
ড. মোবারক হোসাইন লিখেন, ‘ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন। বাংলাদেশের বিখ্যাত আইনজীবী, সাবেক এটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক আজ সকালে ইন্তেকাল করেছেন। মহান আল্লাহ তায়ালা তাঁর নেক আমলগুলো কবুল করে জান্নাত বাসী করুন। আমীন!’
সাইফুল ইসলাম লিখেন, ‘শোকাহত। অনেক বেশী খারাপের মাঝে তিনি ছিলেন একজন অসম্ভব রকমের ভালো মানুষ। আজ সেই লোভ-লালসাহীন মানুষটির চির বিদায়। সাবেক এটর্নি জেনারেল সর্বজন শ্রদ্ধেয় ব্যারিস্টার রফিকুল হক আজ সকালে ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা দান করুন।’
ব্যারিস্টার রফিক-উল হকের ছবি শেয়ার করে রুবেল রানা লিখেন, ‘প্রতিটি মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। আপনিও বেঁচে থাকবেন আপনার কৃতকর্মের মাধ্যমে। ’
সানন্দা বিকাশ দত্ত লিখেন, ‘দেশ একজন কীর্তিমান ও প্রথিতযশা আইনজ্ঞকে হারাল। উনার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।