বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে স্থল মাইন বিষ্ফোরণে মোঃ জাবের (১৩) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। সে কক্সবাজারের উখিয়ার কুতুপালং লাম্বাশিয়া শিবিরে মোঃ এমদাদ হোসেন ছেলে।
২৪ অক্টোবর দুপুর ২টার সময় নাইক্ষ্যংছড়ির রেজু আমতলী সীমান্তে এঘটনা ঘটে।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ির রেজু আমতলী সীমান্ত এলাকার বিপরীতে সীমান্ত পিলার ৪০ হতে আনুমানিক ১০০ গজ মায়ানমারের অভ্যন্তরে কিছু সংখ্যক বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক মাছ ধরার উদ্দেশ্যে অবৈধভাবে মায়ানমারে প্রবেশ করে। পরবর্তীতে মাছ ধরা শেষে একই স্থান দিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশের সময় স্থল মাইন বিষ্ফোরণে মোঃ জাবের (১৩) ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। পরে তার সাথে থাকা কয়েক জন লোক কাপড়ে মোড়ানো অবস্থায় কাধে করে একটি বস্তু নিয়ে আসতে দেখে বিজিবি টহলদল তাদের তল্লাশী করলে কাপড়ে মোড়ানো বস্তুটি খুলে একটি ক্ষতবিক্ষত লাশ দেখতে পায়।
এসময় বিজিবি লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশের সহযোগিতায় কক্সবাজার হাসপাতালে প্রেরণ করেছেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,
মাইন বিস্ফোরণে নিহত রোহিঙ্গার পা উড়ে গেছে, তার লাশ উদ্ধার করা হয়েছে। এখন আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।